Sana Ganguly-Sourav Ganguly: চাকরি করেও বাবাকে কোনওদিন উপহার দেননি সানা! কেন? সৌরভ জানালেন ‘আসল’ কারণ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sana Ganguly-Sourav Ganguly: সম্প্রতি 'দাদাগিরি'তে সানার একটি মজার গল্প বললেন সৌরভ। ফাঁস হল বাবা-মেয়ের কাহিনি। কেন বাবাকে কোনওদিন উপহার দেননি কন্যা?
advertisement
1/7

Sourav Ganguly Daughter Sana: জি বাংলার ‘দাদাগিরি’ মানে কি কেবল ক্যুইজের আনন্দ? সঞ্চালক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুদ্ধিদীপ্ত মন্তব্য, তাঁর জীবনের গল্প, তাঁর পরিবারের সুখদুঃখের কাহিনি, দর্শকেরা যেন ‘দাদাগিরি’তে দাদাকে দেখার জন্যই বসে থাকেন টিভির সামনে।
advertisement
2/7
Sourav Ganguly Daughter Sana: আর সম্প্রতি সেখানেই সানার একটি মজার গল্প বললেন সৌরভ। ফাঁস হল বাবা-মেয়ের কাহিনি। কেন বাবাকে কোনওদিন উপহার দেননি কন্যা?
advertisement
3/7
এক প্রতিযোগী সৌরভকে প্রশ্ন করেন, তাঁকে শপিংয়ে নিয়ে গেলে তিনি কোন ৩টি কিনতে পছন্দ করবেন? সেখানে দাদার উত্তর, ‘‘তুমি শুধু আমার জন্য একটাই জিনিস দেখো সেই শপিং মলের পাশে যেন একটা কফি শপ থাকে। আমি ওখানে বসে কফি খাব। তুমি শপিং করো।’’
advertisement
4/7
সৌরভ শপিং করতে একদমই পছন্দ করেন না। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের শপিং-প্রীতি নিয়ে সৌরভ বললেন, ‘‘ডোনার যা লাগে ও নিজেই কিনে নেয়। কেনার পর বলে এটা কিনলাম, ভাল? যে কিনছে তার পছন্দ হলেই হল।’’
advertisement
5/7
প্রতিযোগী জানতে চান, সানা চাকরি পাওয়ার পর বাবাকে কী কী কিনে দেন? সৌরভ জানান, সানা তাঁকে কিছু কিনে দেন না। কিন্তু তার নেপথ্যে রয়েছে বড়সড় কারণ।
advertisement
6/7
সানা একবার তাঁর বাবার জন্মদিনে উপহার নিয়ে এসেছিলেন। কিন্তু বাবার সে উপহার পছন্দ হয়নি। মেয়েকে উপহারটি পাল্টে দেওয়ার কথা বলেছিলেন।
advertisement
7/7
সৌরভের কথায়, ‘‘সানাকে বলেছিলাম দামি জিনিস দিলে এমন কিছু দে, যা আমি ব্যবহার করতে পারব। তারপর থেকে আর কিছু দেয় না। সানা বলে, আগে তুমি পছন্দ করো, তারপর আমি গিয়ে সেটা কিনব।’’