Sourav Ganguly To Play Again: বড় খবর, ব্যাট হাতে আবার মাঠে সৌরভ! কবে, কোন ম্যাচ খেলবেন জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
Sourav Ganguly To play In LLC: ফের মাঠে দাদাগিরি! অফসাইডের ভগবান নামছেন মাঠে। ৫০-এ ব্যাট হাতে ২২ গজে আবার সৌরভ।
advertisement
1/6

৫০-এ ফের ব্যাট হাতে মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়। তার জন্য ইতিমধ্যে ট্রেনিং শুর করে দিয়েছেন বিসিসিআই সভাপতি।
advertisement
2/6
লিজেন্ডস লিগ ক্রিকেটে (LLC) খেলবেন সৌরভ। এটা এই টুর্নামেন্টের দ্বিতীয় মরশুম। বিসিসিআই সভাপতি একটি চ্যারিটি ম্যাচে খেলবেন।
advertisement
3/6
অবসর নেওয়া ক্রিকেটাররা লিজেন্ডস লিগ ক্রিকেটে খেলেন। ২০১৫ সালে শেষবার সৌরভকে ব্যাট হাতে মাঠে দেখা গিয়েছিল।
advertisement
4/6
২০১৫ সালে ক্রিকেট অল স্টার্স সিরিজে সচিন ব্লাস্টার্স-এর হয়ে খেলেছিলেন সৌরভ। সেবার ৩৭ বলে ৫০ রান করেছিলেন তিনি।
advertisement
5/6
১৯৯৬ সালে লর্ডসে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। প্রথম টেস্টেই ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
advertisement
6/6
সৌরভ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন- আজাদি কা অমৃত মহোত্সব এবং মহিলাদের উন্নতির জন্য ফান্ড জোগাড় করতে চ্যারিটি ম্যাচে খেলব। ট্রেনিং শুরু করেছি। তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলার জন্য মুখিযে আছি।