‘‘আমার মেয়ে যদি...’’ ঝুলনের প্রসঙ্গে সানা-র উল্লেখ করে যা বললেন সৌরভ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ঝুলন ২০ বছরের কেরিয়ারে ভারতের হয়ে ১২ টেস্টে ৪৪ উইকেট, ২০২ একদিনের ম্যাচে ২৫৩ উইকেট এবং ৬৮ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ৫৬ উইকেট নিয়েছেন৷
advertisement
1/7

#কলকাতা: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার অভিজ্ঞ ভারতীয় পেসার ঝুলন গোস্বামীর ভূয়সী প্রশংসা করেছেন। ৩৯ বছর বয়সী ঝুলন গোস্বামী বর্তমান ইংল্যান্ড সফরে রয়েছেন ভারতীয় মহিলা দলের হয়ে খেলছেন৷ এই সফরের পরেই তিনি তাঁর দুই দশকের লম্বা ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানাবেন৷
advertisement
2/7
ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর বলেছেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের পর, তাঁর দল দলের অন্যতম মূল পেসার ঝুলন গোস্বামীকে ফেয়ার ওয়েল দেওয়ার জন্য প্রস্তুত। শনিবার গোস্বামী লর্ডসের তৃতীয় ওয়ান ডে তে শেষবার ভারতীয় দলের জার্সিতে মাঠে নামবেন৷
advertisement
3/7
দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ খেলার পর শনিবারই খেলা থেকে অবসর নিতে চলেছেন চাকদা এক্সপ্রেস। তাঁর উজ্জ্বল কেরিয়ারের জন্য অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তিনি ঝুলনকে কিংবদন্তি ক্রিকেটার হিসেবে বলেছেন৷ দাদা বলেছেন, '‘ঝুলন গোস্বামী একটি উদাহরণ। মহিলাদের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। ও বাংলার চাকদহ থেকে ইঠে এসেছে। আমার সঙ্গে ওঁর খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। মেয়েদের ক্রিকেটের উন্নতি নিয়ে ঝুলনের সঙ্গে আমার অনেক আলোচনা হয়েছে।’’
advertisement
4/7
দাদা আরও বলেন, ‘‘আমি স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কউরের সঙ্গেও কথা বলি। ঝুলন, যাঁর নামে ৩৫০-র বেশি আন্তর্জাতিক উইকেট রয়েছে, তিনি মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে খেলা থেকে অবসর নিচ্ছেন। মহিলাদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সিনিয়র পেসার ঝুলন। ৩৯ বছর বয়সী এই বোলার ৬ বার ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের দলের অংশ ছিলেন।’’
advertisement
5/7
সৌরভ গঙ্গোপাধ্যায় আরও বলেন, '‘আমার মেয়ে যদি ক্রিকেট খেলতে চায়, তাহলে আমি তাকে ঝুলনের মতো হওয়ার পরামর্শ দেব, কিন্তু দুর্ভাগ্যবশত সে ক্রিকেট খেলছে না।’’
advertisement
6/7
বিসিসিআই প্রেসিডেন্ট আরও বলেন, ‘'ঝুলনের জন্য আমি খুব খুশি। তাঁর বয়স প্রায় ৪০। তাঁর একটি দুর্দান্ত কেরিয়ার ছিল। প্রতিটি খেলোয়াড়ের জীবন একটা সময় শেষ হয়৷ এটাই খেলা। তবে ঝুলন রেখে যাবেন একটা দারুণ পারফর্মিং উত্তরসূরীদের৷ তিনি একজন রোল মডেল। তিনি লর্ডসে তার কেরিয়ার শেষ করছেন এবং লর্ডসে অবসর নেওয়াটা একটা স্বপ্ন৷’’
advertisement
7/7
ভারত দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮৮ রানে হারিয়েছে ২৩ বছর পর তাদের মাটিতে একদিনের সিরিজ জিতেছে। ভারত শেষবার ১৯৯৯-তে ইংল্যান্ডে সিরিজ জিতেছিল। এরপর ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেন। ঝুলন ২০ বছরের কেরিয়ারে ভারতের হয়ে ১২ টেস্টে ৪৪ উইকেট, ২০২ একদিনের ম্যাচে ২৫৩ উইকেট এবং ৬৮ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ৫৬ উইকেট নিয়েছেন৷