TRENDING:

Sourav Ganguly: WTC Final-এ লজ্জার হার, রোহিতকে নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ

Last Updated:
Sourav Ganguly: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারের পর প্রশ্নের মুখে রোহিত শর্মার অধিনায়কত্ব। আতস কাঁচের তলায় পড়েছে রাহুল দ্রাবিড়ের কোচিংও। ফের নেতৃত্বের বদল হতে পারে কিনা তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
advertisement
1/6
Sourav Ganguly: WTC Final-এ লজ্জার হার, রোহিতকে নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারের পর প্রশ্নের মুখে রোহিত শর্মার অধিনায়কত্ব। আতস কাঁচের তলায় পড়েছে রাহুল দ্রাবিড়ের কোচিংও। ফের নেতৃত্বের বদল হতে পারে কিনা তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
advertisement
2/6
বিরাট কোহলি অধিনায়ক থাকলেও এমন পরিস্থিতি হত না বলেও দাবি করছেন অনেকেই। এমন পরিস্থ্িততে যেখনে সমালোচনার শিকার হচ্ছেন রোহিত শর্মা, ঠিক সেই সময় বর্তমান ভারত অধিনায়কের পাশে দাঁড়ালেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
3/6
বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর রোহিত শর্মাই সেরা বিকল্প বলে এক চ্যানেলে সাক্ষাৎকারে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেছেন,'রোহিত পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে এশিয়া কাপ জিতেছে। আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো পারফরম্যান্স ছিল। তাই সেই সময় রোহিত শর্মার উপর আস্থা রাখা হয়।'
advertisement
4/6
এরপরই রোহিতের পাশে দাঁড়াতে সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একটি মন্তব্য করেন যা শুনে সকলেই একটু অবাক হয়। বিশ্বকাপ জয়ের থেকে আইপিএল জয় বেশি কঠিন মনে করেন সৌরভ। আর সেখানে রোহিত শর্মা ৫ বারের চ্যাম্পিয়ন। ফলে রোহিতের উপর আস্থা হারাচ্ছেন না সৌরভ।
advertisement
5/6
সৌরভ ওই সাক্ষাৎকাতে বলেন,'আমার রোহিতের উপর পূর্ণ আস্থা রয়েছে। আইপিএল জেতা মোটেও সহজ কাজ নয়। ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক এক টুর্নামেন্ট। বিশ্বকাপ জেতার চেয়ে আইপিএল জয় বেশি কঠিন। কারণ আইপিএলে ১৪টি ম্যাচ খেললে তবেই প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন। বিশ্বকাপে ৪ থেকে ৫টি ম্যাচ খেললেই সেমিফাইনালে ওঠা যায়। সেখানে আইপিএল চ্যাম্পিয়ন হতে গেলে ১৭টি ম্যাচ খেলতে হয়।'
advertisement
6/6
এর পাশাপাশি বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়েও ওই সাক্ষাৎকারে বোমা ফাটান সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় বিসিসিআইয়ের কেউ ভাবতেই পারেনি কোহলি টেস্টের অধিনায়কত্ব ছাড়বেন বলে জানিয়েছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। ফলে সেই সময় রোহিত ছাড়া কোনও উপায় ছিল না বোর্ডের।
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav Ganguly: WTC Final-এ লজ্জার হার, রোহিতকে নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল