Dadagiri: 'দাদাগিরি' আর করবেন না সৌরভ! এবার জনপ্রিয় শো -তে নতুন মুখ! কাকে দেখা যাবে? বড় চমক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly- দাদাগিরি অনুষ্ঠানটির একটানা সঞ্চালনা করেছিলেন মহারাজ। তবে মাঝে কিছুদিন তিনি ছিলেন না। তখন এই শো-তে সঞ্চালক হিসেবে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। তার পর অবশ্য সৌরভ আবার ফিরে আসেন দাদাগিরিতে।
advertisement
1/6

২০০৯ সালে শুরু হয়েছিল ‘দাদাগিরি’। এই নন-ফিকশন কুইজ শো প্রথমদিন থেকেই ছিল জনপ্রিয়তার তুঙ্গে। মাঠের পর পর্দাতেও ছক্কা হাঁকিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর জন্যই যে এই শো-এর এত জনপ্রিয়তা, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
2/6
সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দারুন পছন্দ করেছেন বাংলার জনগণ। তবে এবার সৌরভের আর দাদাগিরির পথ আলাদা হয়েছে। সৌরভ আর জি বাংলায় দাদাগিরি সঞ্চালনা করবেন না।
advertisement
3/6
দাদাগিরি অনুষ্ঠানটির একটানা সঞ্চালনা করেছিলেন মহারাজ। তবে মাঝে কিছুদিন তিনি ছিলেন না। তখন এই শো-তে সঞ্চালক হিসেবে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। তার পর অবশ্য সৌরভ আবার ফিরে আসেন দাদাগিরিতে।
advertisement
4/6
এখন প্রশ্ন হল, সৌরভ যদি দাদাগিরির সঞ্চালনা না করেন, তা হলে এই জনপ্রিয় শো-তে এবার কাকে দেখা যাবে! জানা যাচ্ছে, সৌরভ অন্য একটি চ্যানেলে আবার প্রায় একইরকম নন-ফিকশন শো সঞ্চালনা করবেন। আর তার জন্য তিনি রেকর্ড অঙ্কের টাকার চুক্তি করেছেন।
advertisement
5/6
ওদিকে, দাদাগিরির সঞ্চালনায় আবার মিঠুন চক্রবর্তীর নাম ভেসে আসছে। সঙ্গে অবশ্য আরও কয়েকজন তারকার কথা শোনা যাচ্ছে। যেমন- জিৎ , প্রসেনজিৎ, দেব ও যিশু সেনগুপ্ত।
advertisement
6/6
দাদার দাদাগিরিতে সঞ্চালকের ভূমিকায় অন্য কোনও মহাতারকা কি হিট হতে পারবেন! তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে আর কয়েকদিনের মধ্যেই জানা যাবে, সৌরভের ছেড়ে যাওয়া জায়গায় কাকে দেখা যাবে!