Sourav Ganguly : কোচ সৌরভের কেরিয়ার ধাক্কা খেল শুরুতেই! মনের মতো টিম গড়েও লাভ হল না, মহারাজের শুরুটা ভাল হল না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly : প্রিটোরিয়া ক্যাপিটালস গতবার সাউথ আফ্রিকা টি২০-তে পাঁচ নম্বরে শেষ করেছিল। তবে সৌরভকে কোচ হিসেবে নিয়োগ করার পর থেকে প্রিটোরিয়া চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে।
advertisement
1/6

কোচ হিসেবে শুরুটা ভাল হল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সাউথ আফ্রিকা টি-২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হয়েছেন তিনি। আর শুরুতেই হারের সম্মুখীন হতে হল তাঁকে।
advertisement
2/6
জোবার্গ সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে হারল সৌরভের দল। প্রিটোরিয়া ক্যাপিটালস ২২ রানে ম্যাচটা হারে। উল্লেখ্য, জোনাথন ট্রটের বদলে সৌরভ এই দলের কোচ হয়েছিলেন।
advertisement
3/6
দল বাছাইয়ের জন্য সৌরভ নিলামে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। তাঁর ক্রিকেটীয় মস্তিষ্ক যে অসাধারণ, সেটা আরও একবার প্রমাণ করেছিলেন সৌরভ। কেশব মহারাজ, ডিওয়াল্ড ব্রেভিসের মতো তারকাদের দলে নিয়েছিলেন।
advertisement
4/6
ব্রেভিস এদিন মাত্র ৬ রান করেন। আর কেশব মহারাজ কোনও উইকেট পাননি। জোবার্গ সুপার কিংস এদিন ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে।
advertisement
5/6
শুরুটা ভাল করলেও সৌরভের দল শেষ পর্যন্ত রান তাড়া করতে ব্যর্থ হয়। প্রিটোরিয়া ক্যাপিটালস করে ৯ উইকেটে ১৪৬ তুলতে পারে।
advertisement
6/6
প্রিটোরিয়া ক্যাপিটালস গতবার সাউথ আফ্রিকা টি২০-তে পাঁচ নম্বরে শেষ করেছিল। তবে সৌরভকে কোচ হিসেবে নিয়োগ করার পর থেকে প্রিটোরিয়া চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। এখন দেখার, তাদের সেই স্বপ্ন এবার পূরণ হয় নাকি!