IPL 2025 Final: সৌরভ বলে দিলেন IPL চ্যাম্পিয়ন কে! বড় ভবিষ্যদ্বাণী, 'দাদা' আজ কার দিকে?
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
IPL 2025 Final- আজ আইপিএল ফাইনাল। আইপিএলের ১৮তম সংস্করণ। যে দুটি দল ফাইনালে উঠেছে তারা কেউই এর আগে চ্যাম্পিয়ন হয়নি। পঞ্জাব কিংস ও আরসিবির মধ্যে আজ কে হবে চ্যাম্পিয়ন! সৌরভের সামনে এই প্রশ্নই রাখা হয়েছিল।
advertisement
1/7

আজ আইপিএল ফাইনাল। আইপিএলের ১৮তম সংস্করণ। যে দুটি দল ফাইনালে উঠেছে তারা কেউই এর আগে চ্যাম্পিয়ন হয়নি। পঞ্জাব কিংস ও আরসিবির মধ্যে আজ কে হবে চ্যাম্পিয়ন! সৌরভের সামনে এই প্রশ্নই রাখা হয়েছিল।
advertisement
2/7
আইপিএল ফাইনাল এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাজি কে? প্রশ্নের উত্তরে সৌরভ জানান, "দুটোই ভাল টিম। দুটি দলই খুব ভাল খেলেছে এ বছর। টি-২০ ক্রিকেটে কী হবে আগে থেকে তা বলা যায় না। তবে পঞ্জাব আউটস্ট্যান্ডিং। মুম্বই ইন্ডিয়ান্সকে যেভাবে হারাল। শ্রেয়স আইয়ার অবিশ্বাস্য। দুই দলই সমান ভাল দল। ভারসাম্য দারুণ। যে দল ভাল খেলবে, তারাই জিতবে।"
advertisement
3/7
সৌরভ আরও বলেন, "আমি পূর্বাভাস করতে চাই না। কারণ দুটি দলই এত ভারসাম্যপূর্ণ যে, পূর্বাভাস করা যায় না।" তবে সৌরভের সমর্থনের পাল্লা যে কিছুটা হলেও পঞ্জাবের দিকে, সেটার ইঙ্গিত পাওয়া যায়।
advertisement
4/7
ফাইনাল আজ। এর আগে আরসিবি কখনও ট্রফি জেতেনি। তাই বিরাট কি চাপে থাকবেন ফাইনালে? প্রশ্নের উত্তরে সৌরভ বলছেন, "প্রত্যাশার চাপ তো বিরাট কোহলির উপর থাকবেই, আর শুধু কোহলি কেন, সব প্লেয়ারের উপরই এই চাপ সারা জীবন থাকে। এই পর্যায়ে খেললে প্রত্যাশার চাপ থাকবেই। বিশ্বকাপ খেলেছে ও। বিশ্বকাপ জিতেছে। এটাও ওর কাছে বড় ম্যাচ।"
advertisement
5/7
আজ টস জিতলে কী করা উচিত? সৌরভ বলছেন, "টস জিতলে কী করা উচিত জানি না। কারণ পরিবেশ-পরিস্থিতি আমি দেখিনি। শিশিরের ওপর নির্ভর করবে। শিশির পড়লে অবশ্যই আগে ফিল্ডিং করে নেওয়া উচিত। শিশির না পড়লে আগে ব্যাটিং করে নেওয়া উচিত। ম্যাচের পরিবেশের ওপর নির্ভর করে সেটা।"
advertisement
6/7
আইপিএলে অনেক নতুন মুখ উঠে আসছে। কাকে ভাল লাগল এবার? সৌরভ বললেন, "আইপিএলে বরাবরই অনেক ভাল ভাল প্লেয়ার উঠে আসে। নেহাল ওয়াধেরা ভাল খেলেছে। শ্রেয়স আইয়ার তো নতুন করে আবিষ্কৃত হল যেন! এছাড়া প্রিয়াংশ আর্য, আরসিবির জিতেশ শর্মা, রজত পাতিদার, ডেওয়াল্ড ব্রেভিসরা ভাল খেলেছে।"
advertisement
7/7
এবার আইপিএলের সেরা আবিষ্কার ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী প্রসঙ্গে সৌরভ বলেছেন, "ও ভাল ক্রিকেটার। খুবই প্রতিভাবান। বাচ্চা ছেলে। সময় দিতে হবে। খেলতে খেলতে ও পরিণত হবে আরও"