TRENDING:

Sourav Ganguly Parenting Tips: কবে দেশে ফিরবে সানা, দাদার সপাট উত্তরে সকলে অবাক

Last Updated:
Sourav Ganguly Parenting Tips: সৌরভ গঙ্গোপাধ্যায় সন্তান বড় করার গভীর রহস্য ফাঁস করে দিলেন
advertisement
1/9
Sourav Ganguly Parenting Tips: কবে দেশে ফিরবে সানা, দাদার সপাট উত্তরে সকলে অবাক
Sourav Ganguly Parenting Tips: এখনকার দিনে এতটাই জটিল দুনিয়া, যে সন্তান প্রতিপালন করা বড় চ্যালেঞ্জ সব মা-বাবার সামনেই৷ অনেক বিশেষজ্ঞই নিজের মতো করে টিপস দেন কীভাবে বড় করলে সন্তানের সঙ্গে সন্তানের দূরত্ব কম হবে৷ এমনকি যাঁরা ইতিমধ্যেই সন্তান বড় করে ফেলেছেন তাঁরা অর্থাৎ অভিজ্ঞ পেরেন্টরাও অনেক সময়ে পেরেন্টিং টিপস দিয়ে থাকেন৷ Photo Courtesy- Instagram
advertisement
2/9
দাদাগিরির মঞ্চে দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট জ্ঞান শেয়ারের পাশাপাশি কিশোর বয়সের ছেলে -মেয়েরা কেমন করে বড় হয়ে ওঠে বা তাঁদের বিহেভিয়ারাল ইস্যু নিয়ে কথা বলেন৷ Photo Courtesy- Instagram
advertisement
3/9
সানা এখন লন্ডনে পড়াশুনো করার পর সেখানেই চাকরি করছেন৷ মাসে প্রায় আড়াই লক্ষ টাকা বেতনের কাজ করেন সৌরভ কন্যা৷  Photo Courtesy- Instagram
advertisement
4/9
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনার অনুষ্ঠানে এসে বিখ্যাত সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী জানান এই মুহূর্তে তিনি এক কিশোরের মা৷ তিনি বলেন যে সন্তানের সঙ্গে বন্ধুর মতোই মেশেন তিনি৷ এই বলে তিনি দাদার কাছে তিনি প্রশ্ন করেন করেন সানা-র সঙ্গে দাদার আন্ডারস্ট্যান্ডিং কেমন অর্থাৎ তাঁদের বোঝাপড়াটা কেমন? Photo Courtesy- Instagram
advertisement
5/9
এই কথাটা যেন বিপক্ষের বলের মতো পিচে পড়ার অপেক্ষা ছিল৷ স্টেপ আউট করে ছয় হাঁকানোর মতো সৌরভ গঙ্গোপাধ্যায় যা উত্তর দিলেন তা এক কথায় নতুন সন্তান মানুষ করছেন এমন মা -বাবাকে জাস্ট প্রবল চমকে দেবে৷ Photo Courtesy- Instagram
advertisement
6/9
দাদা সরাসরি বলে দেন কোনও আন্ডারস্ট্যান্ডিং হয় না৷ যা হয় সেটা পুরোপুরি ওয়ান ওয়ে স্ট্যান্ডিং, অর্থাৎ যা শোনার যা করার সবই মা-বাবাকেই করতে হয়৷ সন্তান শুধু নিজের মতটা জানিয়ে দেয়৷ Photo Courtesy- Instagram
advertisement
7/9
যতক্ষণ পর্যন্ত সন্তানের কথা শোনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনও অসুবিধা নেই৷ কিন্তু যদি কোনওভাবে তাঁদের মতের বিরোধিতা করা হয় তাহলেই বিপদ এমনটাই দাবি সৌরভের ৷ Photo Courtesy- Instagram
advertisement
8/9
এদিন ফের একবার বোঝা যায় তারকা হলেও বাবা ও সন্তানের বন্ধন একইরকম হয়৷ তিনিও চান সন্তান যেন কাছে থাকে৷  Photo Courtesy- Instagram
advertisement
9/9
তাই তিনি নিজেই বলেন সানাকে অনেকবার বলা হয়েছে দেশে ফিরে আসতে এখানেও অনেক ভাল চাকরি রয়েছে৷ কিন্তু সেই সময়েই তিনি নিজেই বলে দেন, ও লন্ডন থেকে তখনই ফিরবে যদি ও নিজে মনে করে৷ Photo Courtesy- Instagram
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav Ganguly Parenting Tips: কবে দেশে ফিরবে সানা, দাদার সপাট উত্তরে সকলে অবাক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল