Sourav Ganguly on IPL 2025: আইপিএলের ধামাকা শুরুর আগেই সৌরভের বড় ঘোষণা, কেকেআর নিয়ে বলে দিলেন মেগা ভবিষ্যতবাণী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly on IPL 2025: সৌরভের গঙ্গোপাধ্যায় আইপিএল শুরুর আগেই জমিয়ে দিলেন, বলে দিলেন সাফ কথা...
advertisement
1/4

: আগামী ৬ তারিখের ম্যাচ কলকাতা থেকে গোয়াহাটি সরে যাওয়া নিয়ে নতুন কথা সৌরভের মুখে৷ ধোঁয়াশা বজায় রাখলেন দাদা। আইপিএলে কেকেআর বনাম আরসিবি ইডেন গার্ডেন্সে ম্যাচ৷ তার আগে দাদা বললেন '‘দেখো না কি হয়। ম্যাচ তো,এখনো শিফট হয়নি। কলকাতা পুলিশের একটা পোস্ট দেখলাম। মনে হয় না শিফট হবে। আমি আশাবাদী৷’’
advertisement
2/4
আইপিএলের ১৮তম মরশুমের প্রথম ম্যাচে কিছুটাও হলেও কলকাতা নাইট রাইডার্সকে এগিয়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে তা স্বীকার করলেন।
advertisement
3/4
দুই দলেই একাধিক ভাল ক্রিকেটার রয়েছেন তবে আন্দ্রে রাসেলের ছয় দেখার অপেক্ষায় মহারাজ। একই সঙ্গে জানালেন রাহানেকে অধিনায়ক করা কলকাতার খুব ভাল সিদ্ধান্ত।
advertisement
4/4
বলে থুতু ব্যবহারে ফের অনুমতি মিলেছে আইপিএল ২০২৫ থেকে৷ দাদা বলেছেন, নিয়ম নতুন করে তৈরি হয়েছে যা করোনার জন্য বন্ধ ছিল৷ এটা বোলারদের জন্য বিশেষ সুবিধা দেয়৷