'বদলা চাই', ফুঁসছে দেশ! সৌরভের এরই মধ্যে এবার বড়সড় 'দাবি', সরকার কি শুনবে?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
মিনি সুইজারল্যান্ড হিসেবে খ্যাত কাশ্মীরের পহেলগাঁও। সেখানে এমন হামলা! হামলাকারীদের চরম শাস্তির দাবি জানিয়েছেন বহু মানুষ। বাদ যাননি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।তিনি এই হামলায় জড়িতদের চূড়ান্ত শাস্তি দাবি করেছেন।
advertisement
1/6

ভয়ঙ্কর জঙ্গিহানা। কাশ্মীরের পহেগাঁওতে ২৬ জন পর্যটকের মৃত্যু। তার মধ্যে তিনজন বাংলার। সাম্প্রতিক সময়ে কাশ্মীরে পর্যটকদের উপর এমন জঙ্গিহানা হয়নি। নারকীয় ঘটনার পর ফুঁসছে গোটা দেশ।
advertisement
2/6
হামলার পর থেকে থমথমে কাশ্মীর। পহেলগাঁতে ঘটনাস্থলে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিরীহ পর্যটকদের উপর এই হামলার নিন্দা করেছেন সমাজের সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের সফর কাটছাঁট করে দেশে ফিরছেন। দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক চলছে।
advertisement
3/6
মিনি সুইজারল্যান্ড হিসেবে খ্যাত কাশ্মীরের পহেলগাঁও। সেখানে এমন হামলা! হামলাকারীদের চরম শাস্তির দাবি জানিয়েছেন বহু মানুষ। বাদ যাননি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।তিনি এই হামলায় জড়িতদের চূড়ান্ত শাস্তি দাবি করেছেন।
advertisement
4/6
সৌরভ বলেছেন, এমন নক্কারজনক জঙ্গিহামলায় যাঁরা প্রাণ হারালেন, তাঁদের পরিবার ও আত্নীয়দের প্রতি আমার সমবেদনা। পহেলগাঁওয়ের এই হামলায় যাঁরা জড়িত, তাঁদের চূড়ান্ত শাস্তির দাবি রইল। কাউকে যেন রেয়াত করা না হয়!
advertisement
5/6
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ বলেছেন, নিহতদের পরিবারের জন্য আমার হৃদয় কাঁদছে। আর্তদেন জন্য প্রার্থনা করছি। শুভমান গিল বলেছেন, আমার মন ভেঙে গিয়েছে। নিহতদের পরিবারের প্রতি আমার প্রার্থনা রইল। এই ধরনের হিংসার কোনও জায়গা নেই।
advertisement
6/6
বৈসরন ভ্যালিতে মঙ্গলবার যে ভয়ঙ্কর জঙ্গিহানা চালানো হয়েছে, সেখানে সন্দেহভাজন জঙ্গিদের সম্প্রতি স্কেচ প্রকাশ করা হয়েছিল প্রশাসনের তরফে৷ এবার জানা গেল, যে তিনজনের স্কেচ প্রকাশ্যে এসেছে তার সঙ্গে এলাকায় গত একমাস ধরে সক্রিয় থাকা জঙ্গি গ্রুপের মিল পাওয়ার গিয়েছে৷ এবার সামনে এসেছে জঙ্গিদের সেই গ্রুপের ছবি৷