বুদ্ধদেব ভট্টাচার্য কেমন মানুষ ছিলেন? মাত্র দু'টি শব্দে বোঝালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় একটি কাজে মুম্বইতে ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর তাঁকে গভীরভাবে নাড়া দেয়। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ দেখা দেখবেন বলে ফিরে আসেন কলকাতায়।
advertisement
1/7

গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর সঙ্গে ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুসম্পর্কের কথা অনেকেরই জানা।
advertisement
2/7
সৌরভ গঙ্গোপাধ্যায় একটি কাজে মুম্বইতে ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর তাঁকে গভীরভাবে নাড়া দেয়। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ দেখা দেখবেন বলে ফিরে আসেন কলকাতায়।
advertisement
3/7
যদিও বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো দেখা হয়নি মহারাজের। তা নিয়ে আক্ষেপের সুর ছিল তাঁর কথায়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যাপারে অনেক কথাই বলেছেন সৌরভ।
advertisement
4/7
তাঁর সঙ্গে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্ক ছিল দারুণ। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, বুদ্ধবাবু তাঁকে ছেলের মতোই স্নেহ করতেন। দেশে বা বিদেশের মাটিতে তিনি ভাল খেললেই ফোন করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
advertisement
5/7
কেমন মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য? সৌরভ এই প্রশ্নের উত্তর দিতে মাত্র দুটি শব্দ খরচ করেন। তিনি বলেন, আদর্শ বাঙালি।
advertisement
6/7
সৌরভ এদিন বলেন, ন্যাটওয়েস্ট ট্রফির সময় রাত আড়াইটের সময়ও ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। আমি বলেছিলাম, আপনি এখনও ঘুমোননি! তিনি বলেছিলেন, না, তুমি এত ভাল খেললে, শুভেচ্ছা না জানিয়ে ঘুমোই কী করে!
advertisement
7/7
সৌরভ আরও বলেন, বুদ্ধদেব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা মিল রয়েছে। তাঁরা দুজনেই খুব সাদামাঠা জীবন যাপন করেন।