২ লাখ টাকা হাতে পেলেন সৌরভ, তার পর যা করলেন...শুনে বলবেন, 'দাদা বাঙালির গর্ব'
- Written by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Sourav Ganguly: মোহন বাগান রত্ন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল, কেন দাদা! মোহনবাগান রত্ন সম্মানে মহারাজকে ভূষিত করার কারণ কী! তবে দাদা সব সময়ই সমালোচনার জবাব দিয়ে এসেছেন নিজের মতো করে।
advertisement
1/6

মোহন বাগান রত্ন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল, কেন দাদা! মোহনবাগান রত্ন সম্মানে মহারাজকে ভূষিত করার কারণ কী! তবে দাদা সব সময়ই সমালোচনার জবাব দিয়ে এসেছেন নিজের মতো করে।
advertisement
2/6
সৌরভ গঙ্গোপাধ্যায় বেশিরভাগ কাজই করেন নিজের মতো করে। ঢাক-ঢোল পিটিয়ে নয়! তিনি ভাল কাজ কিছুটা চুপচাপ করতেই ভালবাসেন। আর সেটাই আরও একবার প্রমাণিত।
advertisement
3/6
মোহনবাগান রত্নের পুরস্কার মূল্য ২ লক্ষ টাকা ক্লাবের ইউথ ডেভেলপমেন্টের দান করলেন সৌরভ। তিনি বহু বাঙালির আইডল। দাদার এমন উদ্যোগ তাঁর ভক্তদের আরও একবার গর্বিত হওয়ার সুযোগ করে দিল।
advertisement
4/6
সৌরভ এদিন বলেন, অলিম্পিকে ভারত যখন ব্রোঞ্জ পদক জিততে পারছে যখন, একদিন বিশ্বকাপেও ভারত খেলবে। আশা করি আমার জীবদ্দশায় সেই মুহূর্তের সাক্ষী থাকতে পারব। মোহনবাগান রত্ন পেয়ে আমার জীবনের বৃত্তটা পূর্ণ হল।
advertisement
5/6
মোহনবাগান ইস্টবেঙ্গল, কলকাতার দুই প্রধান ক্লাবের তরফ থেকেই সংবর্ধনা পেয়েছেন সৌরভ। তাই এদিন মোহনবাগান ক্লাবে দাঁড়িয়ে তিনি বলে গেলেন, খেলোয়াড়ি জীবনের বৃত্তটা সম্পূর্ণ হল ২৯শে জুলাই।
advertisement
6/6
ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেট ছেড়ে তিনি থাকতে পারেননি। কখনও দক্ষ প্রশাসকের ভূমিকায়, কখনও মেন্টর, দাদা মাঠেই আছেন এখনও। একইসঙ্গে সঞ্চালক হিসেবে বিনোদনের দুনিয়াতেও তিনিই মহারাজ।