TRENDING:

সৌরভ কাউকে বাড়িতে নেমন্তন্ন করলে কী খাওয়ান? অবাক করবে মেনু, পুরোটাই চমক

Last Updated:
খাবারের প্রতি তাঁর ভালবাসা বরাবর। আর সে কথা বারবার দাদাগিরি অনুষ্ঠানে স্বীকার করেছেন সৌরভ। সঙ্গে এটাও বলেছেন, ফিটনেস ধরে রাখার জন্য দৈনন্দিন জীবন থেকে অনেক প্রিয় খাবার তাঁকে বাদ দিতে হয়েছে।
advertisement
1/6
সৌরভ কাউকে বাড়িতে নেমন্তন্ন করলে কী খাওয়ান? অবাক করবে মেনু, পুরোটাই চমক
তিনি খাদ্যরসিক। বিরিয়ানি তাঁর প্রিয়। তবে ক্রিকেটার সৌরভ থাকতেন ডায়েটে। এখন বয়সের চাপে সৌরভকে থাকতে হয় বাঁধাধরা রুটিনে। খাওয়া দাওয়ায় প্রচুর বাছবিচার করতে হয় দাদাকে।
advertisement
2/6
সম্প্রতি মহারাজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। Your Food Lab কুকিং চ্যানেলে সৌরভকে দেখা গেল বিশেষ অতিথি হিসেবে। সেখানে খাবার-দাবার নিয়ে অনেক কথা বললেন সৌরভ।
advertisement
3/6
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শেফ সঞ্জোত কির হঠাৎ করেই সৌরভের কাছে জানতে চান, ‘ধরুন আপনার বাড়িতে অতিথি এসেছে। তাঁকে যদি বাঙালি খাবার খাওয়ানোর কথা বলা হয়, তাহলে কী কী থাকবে মেনুতে? সেগুলো কিন্তু আপনারও প্রিয় হতে হবে।’
advertisement
4/6
সৌরভ বলেন, ‘ মেনুতে থাকবে পোলাও-মটন, লুচি আর ছোলার ডাল, আলু পোস্ত, ফিশ ফ্রাই, ইলিশ।’ ডেজার্ট হিসেবে, ‘মিষ্টি দই, রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, কমলাভোগ’।
advertisement
5/6
খাবারের প্রতি তাঁর ভালবাসা বরাবর। আর সে কথা বারবার দাদাগিরি অনুষ্ঠানে স্বীকার করেছেন সৌরভ। সঙ্গে এটাও বলেছেন, ফিটনেস ধরে রাখার জন্য দৈনন্দিন জীবন থেকে অনেক প্রিয় খাবার তাঁকে বাদ দিতে হয়েছে।
advertisement
6/6
অনেকেই অবশ্য জানেন, দাদা মনেপ্রাণে বাঙালি, খাদ্যরসিক। তিনি ও সচিন তেন্ডুলকর মিলে একটা সময় এক থালা কাঁকড়া খেয়েছিলেন বলেও জানিয়েছিলেন। তবে এখন বিরিয়ানি, মাটন, মিষ্টি, চিনি, নুন বাদ তাঁর মেনু থেকে।
বাংলা খবর/ছবি/খেলা/
সৌরভ কাউকে বাড়িতে নেমন্তন্ন করলে কী খাওয়ান? অবাক করবে মেনু, পুরোটাই চমক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল