Sourav Ganguly: 'আমি গ্যারান্টি দিচ্ছি'..., বাংলার ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য সৌরভের!
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Sourav Ganguly: শালবনীতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই বড় ঘোষণা করে দিলেন দাদা।
advertisement
1/6

শালবনীতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই বড় ঘোষণা করে দিলেন দাদা।
advertisement
2/6
জিন্দল গোষ্ঠীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ত কতটা ভাল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শালবনীতে দাঁড়িয়ে জিন্দালদের ভূয়সী প্রশংসা করেন সৌরভ। জিন্দালদের উদ্যোগে উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক।
advertisement
3/6
আগামী দিনগুলি মেদিনীপুরবাসীর যে খুব ভাল কাটবে ও পাঁচ বছরে সবকিছু বদলে যাবে বলে জানান সৌরভ। বলেছেন,'আগামী পাঁচ বছর খুব সুন্দর কাটবে। মেদিনীপুরের মানুষদের চাকরি হবে।'
advertisement
4/6
এছাড়াও জিন্দলদের প্রশংসা করে সৌরভ বলেছেন,"আমি গ্যারান্টি দিচ্ছি, এই পরিকাঠামো থেকে আপনার যে সুযোগ সুবিধা পাবেন, পাঁচ বছর পর আপনাদের আর কারও কোনও অভিযোগ থাকবে না।"
advertisement
5/6
জিন্দলরা কীভাবে বেঙ্গালুরুর বিজয়নগরের প্রকল্প করার পর গোটা এলাকার আমূল পরিবর্তন করে দিয়েছে সেই কথাও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ৫ বছরে গোটা মেদিনীপুর জেলা বদলে যাবে বলেও জানিয়েছেন দাদা। আগামীতে গোটা বাংলাতে জিন্দালরা বিনিয়োগ করবে বলে আশাবাদী সৌরভ।
advertisement
6/6
মেদিনীপুরের শালবনীতেই হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজস্ব ইস্পাত কারখানা। খুব দ্রুত সেই কারখানার কাজ শুরু হবে এবং সেখানেও অনেক চাকরি হবে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।