Exclusive: আইপিএলের মরশুমে সৌরভের 'দাদাগিরি', রেকর্ড টাকার বিনিময়ে নতুন দলে মহারাজ
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Sourav Ganguly: প্রায় ১০ বছরের সম্পর্কে অবশেষে পড়ল ইতি। আইপএলের ভরা মরশুমে রেকর্ড গড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাহাড় প্রমাণ টাকার বিনিময়ে নতুন 'সংসারে' পা রাখলেন দাদা।
advertisement
1/6

প্রায় ১০ বছরের সম্পর্কে অবশেষে পড়ল ইতি। আইপিএলের ভরা মরশুমে রেকর্ড গড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাহাড় প্রমাণ টাকার বিনিময়ে নতুন 'সংসারে' পা রাখলেন দাদা।
advertisement
2/6
বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল বড় কিছু ঘটতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে। অবশেষে News18 Bangla-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেই ঘোষণা করে দিলেন মহারাজ।
advertisement
3/6
'জি' বাংলার জনপ্রিয় শো 'দাদাগিরির' সঞ্চালকের ভূমিকায় আর দেখা যাবে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। 'জি' বাংলা ছেড়ে স্টার জলসার সংসারে যোগ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভ গঙ্গোপাধ্যায় যে 'দাদাগিরি' ছাড়তে চলেছে সেই খবরও সবার আগে জানিয়েছিল News18 Bangla।
advertisement
4/6
এবার থেকে নতুন ভূমিকায় দেখা যাবে সৌরভকে। রেকর্ড ১২৫ কোটি টাকার বিনিময়ে 'জি' ছেড়ে 'স্টারে' এলে সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, 'বিগ বস' ও আরও একটি কুইজ শো হোস্ট করবেন তিনি।
advertisement
5/6
নতুন সংসারে যোগ দিয়ে সৌরভ বলেন,"স্টার জলসার সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কারণ আমরা একসঙ্গে এক নতুন অধ্যায় শুরু করছি। অভিনব নন-ফিকশন প্রোগ্রামের মাধ্যমে গল্প বলার।"
advertisement
6/6
এছাড়া সৌরভ বলেছেন,"আমি সবসময় বিশ্বাস করেছি যে ক্রিকেট বাইরেও মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করার একটা শক্তি আছে, আর এই সহযোগিতার মাধ্যমে আমি ঠিক সেটাই করতে পারব। নতুন ফরম্যাট আর বাস্তব জীবনের গল্প শোনানোর মাধ্যমে, যা অনুপ্রাণিত করবে এবং বিনোদন দেবে।"