সৌরভ তাঁর 'পুরনো প্রেম'! দাদাকে 'স্বামী' বলে ভাবতেন এই মেয়ে! কোনও রাখঢাক নেই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly in Dadagiri:
advertisement
1/6

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনার প্রেমের গল্প সিনেমার মতো। তবে সৌরভ বহু মহিলার হার্ট থ্রব। দাদার জনপ্রিয়তা মহিলা মহলে বেশ ভাল। আর সেটা দাদাগিরির মঞ্চে আরও ভালভাবে বোঝা যাচ্ছে।
advertisement
2/6
দাদাগিরির মঞ্চে এবার এমন এক প্রতিযোগী এলেন, যিনি কোনও রাখঢাক রাখলেন না। সৌরভকে যে তিনি স্বামী বলে ভাবতেন, তা বলে দিলেন সবার সামনে।
advertisement
3/6
মহারাজ সেই মেয়ের কথা শুনে তো অবাক। সেই মেয়ে বললেন, এখানে সবাই আপনাকে দাদা দাদা বলছে। কিন্তু আমি পারছি না। কারণ আমি তো জানতাম অন্য কিছু। ছোট থেকে সেটাই ভেবে এসেছি।
advertisement
4/6
সৌরভ রীতিমতো অবাক হয়ে শুনতে থাকেন সেই মেয়ের কথা। তিনি বলে যান, ছোটবেলায় আপনার ছবি পেপারে বেরোলে মা বলত, দেখে নাও উনিই তোমার ভবিষ্যতের বর।
advertisement
5/6
সেই প্রতিযোগী দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে আরও বলেন, কতবার আপনার জন্মদিনে বরকে পায়েস করে খাইয়েছি। আপনিই ছিলেন আমার প্রথম প্রেম। এসব শুনে সৌরভ রীতিমতো লজ্জায় লাল হয়ে যান।
advertisement
6/6
সৌরভ সেই প্রতিযোগীর কথা শুনে অবাক হন। তার পর পরিস্থিতি হালকা করার জন্য বলেন- আপনি এতদিন কোথায় ছিলেন!