Exclusive: ৮ বছর আগে হয়েছিল তিক্ত অভিজ্ঞতা, আবার সেই কাজই করবেন সৌরভ, কোথায়-কী করছেন দাদা
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Sourav Ganguly Doing This After 8 Years: দাদা এবার যা করবেন তা নিয়ে আগ্রহ চরম, আপনি জানেন কি
advertisement
1/7

: তারিখটা ১৪ জুলাই ২০১৭ রাত তখন ১১:১৫ তারপর ৮ বছর বাদে একই কাজ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ যা নিজে তাঁর নিজের আগ্রহও তুঙ্গে৷ আর সেই খবর জেনে গেল নিউজ ১৮ বাংলা৷ জানলে আপনিও চমকে উঠবেন৷ ঠিক কী করবেন দাদা তাও আবার আট বছর বাদে৷
advertisement
2/7
আসলে ট্রেন সফরে বাংলার মহারাজ। ভারতীয় রেলে যাত্রা করবেন সৌরভ। দীর্ঘ আট বছর পর ফের ট্রেনে চড়বেন দাদা। বৃহস্পতিবার দিন সকাল ৫:৫০ এ বন্দে ভারত এক্সপ্রেস ধরে মালদহে যাবেন সৌরভ। সেখানে একটি খেলার অনুষ্ঠানে যোগ দেবেন প্রাক্তন ভারত অধিনায়ক।
advertisement
3/7
আবার সন্ধ্যেবেলা বন্দে ভারত এক্সপ্রেস করেই কলকাতায় রাতে ফিরে আসবেন তিনি। আট বছর আগে বালুরঘাট যাওয়ার জন্য শিয়ালদহ থেকে ট্রেন চড়েছিলেন সৌরভ। নিজের সেবার বিড়ম্বনার শিকার হতে হয় দাদাকে।
advertisement
4/7
শিয়ালদহ স্টেশনে ওই সময় সৌরভের জন্য সংরক্ষিত আসনে অন্য একজন ব্যক্তি বসেছিলেন। অনেক বলার পরেও সে ব্যক্তি না ওঠায় ইতিমধ্য সমস্যা তৈরি হয়। সৌরভকে রীতিমতো ট্রেন থেকে বেরিয়ে রিজার্ভেশন তালিকায় চোখ রাখতেও দেখা যায়। সেই সময় আট বছর আগে সেই সময় সৌরভকে স্টেশনে আচমকা দেখতে পেয়ে বিরাট ভিড় জমে যায়।
advertisement
5/7
বালুরঘাটে নিজের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে যাওয়ার সময়ে ট্রেনে উঠেছিলেন তিনি৷ আর এবার উঠবেন সিএবি কর্মকর্তাদের সঙ্গে৷
advertisement
6/7
যদিও আট বছর আগে শেষ পর্যন্ত সৌরভ ট্রেনে সফর করেছিলেন। তারপর থেকে আর আট বছর ট্রেন সফর করেননি। তবে মালদা যাবেন বলে বৃহস্পতিবার আবার ট্রেনে উঠবেন দাদা। সৌরভের সঙ্গে ১৭-১৮ জন সিএবি র কর্তারাও থাকবেন। খেলোয়াড় জীবনে বাংলার হয়ে খেলার সময় অনেক সময় ট্রেনে করে যাতায়াত করতেন সৌরভ। তবে ভারতীয় দলের খেলা কিংবা বিসিসিআই সভাপতি থাকাকালীন পুরোটাই সৌরভের বিমান সফরই ছিল৷
advertisement
7/7
বন্দে ভারত নিয়ে সাধারণ যাত্রী মহলে তীব্র উন্মাদনা ছিল৷ এবার সেই বন্দে ভারতে চেপেই আট বছর সফর কমপ্লিট করবেন দাদা৷ Input -Eeron Roy Burman