TRENDING:

Rohit Sharma: রানে ফিরতেই একের পর এক বড় রেকর্ড রোহিতের ঝুলিতে! বুঝিয়ে দিলেন ২৭-এর জন্য তৈরি

Last Updated:
Rohit Sharma: প্রথম ওডিআইতে ব্যর্থতার দ্বিতীয় একদিনের ম্যাচে রানে ফিরেছেন রোহিত শর্মা। ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। একইসঙ্গে একাধিক রেকর্ড ভেঙেছেন হিটম্যান।
advertisement
1/5
রানে ফিরতেই একের পর এক বড় রেকর্ড রোহিতের ঝুলিতে! বুঝিয়ে দিলেন ২৭-এর জন্য তৈরি
প্রথম ওডিআইতে ব্যর্থতার দ্বিতীয় একদিনের ম্যাচে রানে ফিরেছেন রোহিত শর্মা। ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। একইসঙ্গে একাধিক রেকর্ড ভেঙেছেন হিটম্যান।
advertisement
2/5
ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচে ১০০০ রান করা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন রোহিত শর্মা। দ্বিতীয় ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডেতে ১০০০ ওয়ানডে রান পূর্ণ করতে ২ রানের প্রয়োজন ছিল এবং ভারতের ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে মিচেল স্টার্ককে চার মেরে তিনি লক্ষ্য অর্জন করেন।
advertisement
3/5
ওপেনার হিসেবে ওয়ানডেতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন রোহিত শর্মা। বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাড়িয়ে যাওয়ার জন্য ১ রানের প্রয়োজন ছিল এবং অ্যাডিলেড ওভালে প্রথম ওভারেই তিনি লক্ষ্য অর্জন করেন।
advertisement
4/5
রোহিত শর্মা ওডিআইতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডেতে মুম্বইয়ের ডানহাতি এই ব্যাটসম্যানের সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০ ওভারের ফর্ম্যাটে ভারতের হয়ে ১১,২২১ রানের রেকর্ড ভাঙতে ৪৬ রানের প্রয়োজন ছিল এবং তিনি ২১তম ওভারের পঞ্চম বলে অ্যাডাম জাম্পাকে চার মেরে লক্ষ্য অর্জন করেছিলেন।
advertisement
5/5
অ্যাডিলেডে দুটি ছক্কা মেরে রোহিত ইতিহাসের পাতায় নিজের নাম লেখান। ম্যাচের প্রথম ছক্কা রোহিতকে এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশের বিরুদ্ধে ১৫০টি ছক্কা মারার রেকর্ড গড়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
Rohit Sharma: রানে ফিরতেই একের পর এক বড় রেকর্ড রোহিতের ঝুলিতে! বুঝিয়ে দিলেন ২৭-এর জন্য তৈরি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল