Sourav Ganguly First Car: নিজের প্রথম রোজগারে কেনা দাদার গাড়ি কোনটি, রাখঢাক না রেখে বলে দিলেন ব্র্যান্ডের নাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly First Car: গাড়ি দাদার খুবই শখের, তবে প্রথম গাড়ি জানলে অবাক হবেন...
advertisement
1/8

Sourav Ganguly First Car: দাদা মানেই বাঙালির মনের বড় কাছের৷ লর্ডসের জার্সি উড়িয়ে তিনি বিশ্বকে বার্তা দিয়েছিলেন যে তিনি আর পাঁচ জনের থেকে আলাদা আর সেটাই এখনও চেষ্টা করেন ৷ দাদার জীবনের খুঁটিনাটি জানতে সৌরভপ্রেমীরা উন্মুখ হয়ে থাকেন৷
advertisement
2/8
তা সে ডোনার সঙ্গে তাঁর দাম্পত্যের কেমিস্ট্রি হোক বা সানার সঙ্গে তাঁর খুনসুটির গল্প৷ নিয়মিত রিয়েলিটি শোয়ের মঞ্চে তিনি শেয়ার করেন তাঁর জীবনের নানা গল্প৷
advertisement
3/8
সকলেই জানে সৌরভ গঙ্গোপাধ্যায় গাড়ি খুবই ভালবাসেন৷ তার গাড়ির কালেকশনে অডি, মার্সিডিজ, বিএমডাব্লু এই সব তো ভরা রয়েছে সৌরভের গ্যারাজের৷
advertisement
4/8
আসলে সৌরভের বাবার আমল থেকেই বাড়িতে অনেক গাড়ি দেখে বড় হয়েছেন৷ এখন তাঁর হেফাজতে আছে ডোনা গঙ্গোপাধ্যায়ের বাবার গাড়িগুলিও৷
advertisement
5/8
নিজেও দাদা নিয়মিত বিভিন্ন দামী গাড়ি কিনে থাকেন, ইদানিং তাঁকে দামি বাইকে চাপতেও দেখা গেছে৷ তবে দাদা নিজে প্রথম কোন গাড়ি কিনে চালিয়েছিলেন তা জানলে অবাক হবেন৷
advertisement
6/8
নিজের মুখেই দাদাগিরির মঞ্চে সেই সিক্রেট ফাঁস করলেন মহারাজ৷ এক অতিথির গাড়ির শখ ছিল সে এখন নিজের পছন্দের একটি বিলাসবহুল গাড়ি কিনে ফেলেছে এই গল্প যখন বলছিল তখন সৌরভ নিজের গাড়ি কেনার গল্প বলেন৷
advertisement
7/8
মারুতি ৮০০ দাদার কেনা গাড়ি৷ সেই গাড়ি দাদা নিজের উপার্জনে কিনেছিলেন৷ সেই গাড়ি সৌরভ নিজেই চালাতেনও এমনটাই নিজের মুখে জানিয়েছেন খোদ দাদা৷
advertisement
8/8
আসলে সকলেই মনে করেন ব্র্যান্ড এবং ইন্টারন্যাশানাল ব্র্যান্ড, বেশি দামি গাড়ি না হলেই সে গাড়ি তারকাদের জন্য নয়, কিন্তু দাদা নিজের রিয়েলিটি শোয়ের মঞ্চে বুঝিয়ে দিলেন নিজের উপার্জনে কেনা জিনিসের মূল্যই আলাদা৷