Sourav Ganguly Felt Paranormal Activity: ভূত ছিল সেই হোটেলের ঘরে! হাড়হিম অভিজ্ঞতা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly Felt Paranormal Activity: সৌরভ পরদিন সকালে জানতে পারেন, ওই ঘরে হোটেলের মালিক আত্মহত্যা করেছিলেন।
advertisement
1/5

ভূত, গা ছমছমে ব্যাপার। এসব শুনতে তো বেশ ভালই লাগে। তবে অনেকেরই ভূতের কথায় ঘুম উড়ে যায়। তবে কেউ কেউ আবার দাবি করেন, ভূতের ‘দেখা’ পেয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাঁদের মধ্যে একজন!
advertisement
2/5
দাদাগিরির মঞ্চে সৌরভ জানালেন, তাঁর ভৌতিক অভিজ্ঞতার কথা। জানালেন, ইংল্যান্ডে এক হোটেলে হাড়হিম অভিজ্ঞতা হয়েছিল তাঁর।
advertisement
3/5
২০০২ সালের ঘটনা। সেবার ইংল্যান্ডে ওডিআই সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় দল। সেই সময় দলের ক্যাপ্টেন সৌরভ। ভারতীয় দলকে রাখা হয়েছিল লুমলি ক্যাসেল-এ।
advertisement
4/5
এই লুমলি ক্যাসেল আসলে পুরনো দুর্গ। ব্রিটিশ সরকার পুরনো দুর্গগুলির কয়েকটি হোটেলে রূপান্তরিত করেছে। সেদিন ক্যাপ্টেন সৌরভ অন্যদের থেকে বড় রুম পেয়েছিলেন।
advertisement
5/5
সৌরভ বলছিলেন, আমি লাইট নিভিয়ে শুয়ে পড়ার পর বাথরুম থেকে জল পড়ার শব্দ পাচ্ছিলাম। কল বন্ধ করে দিয়ে আসি। তার পর ভোর পাঁচটার দিকে আবার সেই জল পড়ার শব্দ। পরেরদিন সকালে হোটেলের ম্যানেজার বলে, ওই ঘরে হোটেলের মালিক আত্মহত্যা করেছিল। পরে আমি দলের ম্যানেজার রবি সিংয়ের ঘরে চলে যাই। রাতে মেঝেথে শুয়ে কাটাতে হয়েছিল।