সৌরভের ফেসবুক অ্যাকাউন্ট-এ এমন কাণ্ড! বড় অঘটন, হ্যাক-এর থেকে বড় ঘটনা
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Sourav Ganguly- সেই ফেক অ্যাকাউন্ট থেকে সৌরভের ভক্তদের করা কমেন্টের রিপ্লাই দেওয়া হচ্ছিল নিয়মিত। ব্যাপারটা সময়মতো জানতে পারে সৌরভের টিম।
advertisement
1/5

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্ট-এ যদি এমনটা হতে পারে, তা হলে সাধারণ মানুষের ফেসবুক অ্যাকাউন্ট কতটা সুরক্ষিত! প্রশ্ন উঠে গেল আবার।
advertisement
2/5
হ্যাকিং নয়, তার থেকেও বড় ঘটনা ঘটে গেল। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের টিম তড়িঘড়ি ব্যাপারটা ধরতে না পারলে বড় বিপত্তি হতে পারত।
advertisement
3/5
জানা গিয়েছে, কেউ একজন সৌরভের অ্যাকাউন্ট থেকে তাঁর প্রোফাইল ও কভার পিকচার ডাউনলোড করে ফেক অ্যাকাউন্ট খোলে। তার পর ঘটছিল বড় ঘটনা।
advertisement
4/5
সেই ফেক অ্যাকাউন্ট থেকে সৌরভের ভক্তদের করা কমেন্টের রিপ্লাই দেওয়া হচ্ছিল নিয়মিত। ব্যাপারটা সময়মতো জানতে পারে সৌরভের টিম।
advertisement
5/5
ব্যাপারটা জানাজানি হতেই অ্যাকশন নেওয়া হয়। সৌরভ তার পরই নিজের প্রোফাইলের ছবি বদলে নেন। প্রথমে ভাবা হয়েছিল, মহারাজের প্রোফাইল হ্যাক হয়েছে। তবে পরে জানা যায়, ব্যাপারটা আসলে কোনও ফেক অ্যাকাউন্ট থেকে ঘটছে।