Sourav Ganguly : দাদার 'চাকরি' যাবে সৌরভের জন্য! মহারাজের বড় সিদ্ধান্ত, তাতেই স্নেহাশিসের বিদায়!
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
Sourav Ganguly- সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হওয়া মানে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সরে দাঁড়াতে হবে। ফলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে অনেকেই দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথাবার্তাও বলছেন।
advertisement
1/6

আবার ক্রীড়া প্রশাসনের বড় পদে ফিরছেন বাংলার মহারাজ। ফের সিএবি সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিউজ18 বাংলাকে নিজেই জানিয়েছেন তিনি। আর এই খবরের পর আরেকজনের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হল।
advertisement
2/6
সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার আগেই নিজের আবেদনপত্র জমা দেবেন সৌরভ, খবর এমনই। বর্তমানে সিএবি (CAB) সভাপতির দায়িত্ব পালন করছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়)। তিনি সৌরভের দাদা।
advertisement
3/6
লোধা কমিটির নিয়ম অনুযায়ী, স্নেহাশিসে সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ফলে তাঁকে কুলিং অফ পিরিয়ডে যেতে হবে। সৌরভ নাম জমা দিলে আর কেউ তাঁকে চ্যালেঞ্জ করবেন না বলেই মনে করা হচ্ছে। ২০ সেপ্টেম্বর হবে সিএবির সাধারণ সভা। ভোট না হলে সদস্যদের সম্মতির ভিত্তিতেই সভাপতি বাছাই করা হবে।
advertisement
4/6
সভাপতি পদে সৌরভ মনোনয়ন দিলে কোনও বিরোধিতা হবে না বলেই খবর। সৌরভ নিজেই জানিয়েছেন, সিএবি-র সভাপতি পদে তিনি দাঁড়াতে চলেছেন। বাইপাসের ধারে এক হোটেলে এবার সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। তার সাতদিন আগে থেকে শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। ১৪ অগাস্ট সিএবির শেষ অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক।
advertisement
5/6
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতি ছিলেন সৌরভ। তারপর বিসিসিআইয়ের সভাপতি হন ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত। এবার ফের বঙ্গ ক্রিকেটের সভাপতি পদে। তবে ভাই আসায় এবার দাদার চাকরি নিয়ে টানাটানি। তা নিয়ে আড়ালে-আবডালে কথাবার্তাও শুরু হয়েছে।
advertisement
6/6
সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হওয়া মানে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সরে দাঁড়াতে হবে। ফলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে অনেকেই দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথাবার্তাও বলছেন।