সৌরভের বায়োপিক দেখতে পাবেন কবে? এবার একদম পাকা খবর, বেশি দেরি নেই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly biopic: কবে মুক্তি পাচ্ছে দাদা-র বায়োপিক? একদম পাকা খবর শুনে নিন।
advertisement
1/6

২০২২ সালের মে মাসে আইপিএল চলাকালীন কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন ঐশ্বর্যা রজনীকান্ত। সেই থেকেই গুঞ্জন ছিল, দাদা-র বায়োপিক করতে চান রজনীকান্ত-কন্যা।
advertisement
2/6
তার পর বহু গুজব, জল্পনা ছড়িয়েছে। তবে সব শেষে জানা গিয়েছিল, সত্যিই মহারাজের বায়োপিক হচ্ছে। তবে দাদার ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে ফের জলঘোলা হতে শুরু করে।
advertisement
3/6
রণবীর কাপুরের নাম ছিল সবার উপরে। তবে শেষমেশ জানা যায়, রণবীর নন, দাদার ভূমিকায় পর্দায় দেখা যাবে আয়ুস্মান খুরানাকে। সৌরভ নিজেও সেই খবর নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন দিনকয়েক আগেই।
advertisement
4/6
এখন জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে সামনের শীতেই মুক্তি পাবে দাদার বায়োপিক। সিনেমার শুটিং শুরু হতে পারে চলতি বছরের শেষের দিকে।
advertisement
5/6
বলাবাহুল্য দাদার বায়োপিকের শুটিংয়ের সিংহভাগই হবে কলকাতায়। এমনকী সৌরভের বেহালার বাড়িতেও শুটিং হতে পারে বলে জানা যাচ্ছে।
advertisement
6/6
সৌরভের ব্যক্তিগত, পেশাগত জীবন তুলে ধরা হবে সেই ছবিতে। তবে কোনওরকম বিতর্কিত কিছু দেখানো হবে না বলেই জানা যাচ্ছে।