সৌরভের বায়োপিকের নায়ক মুখ খুললেন! কবে আসছে 'দাদা'র সিনেমা! বড় আপডেট
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: সৌরভের বায়োপিকে কে? নতুন নায়ক বললেন...
advertisement
1/8

দাদা-র বায়োপিক আসছে। সে খবর এখন প্রায় সবারই জানা। কিছুদিন আগে শোনা গিয়েছিল, পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায় হবেন রণবীর কাপুর। তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে, তিনি সৌরভের বায়োপিকে থাকছেন না।
advertisement
2/8
ভার্সেটাইল অভিনেতা হিসেবে বলিউডে নামডাক রয়েছে আয়ুস্মান খুরানার। তিনিই পর্দার সৌরভ হচ্ছেন বলে খবর।
advertisement
3/8
সৌরভের বায়োপিকে রণবীর কাপুর, হৃতিক রোশন থেকে রণবীর সিং-এর নাম উঠে এসেছিল। তবে তাঁদের তিনজনের কেউই দাদার বায়োপিকে অভিনয় করছেন না বলে খবর।
advertisement
4/8
দাদার বায়োপিকের শুটিং শুরু ডিসেম্বরে। এই সিনেমার পরিচালক রজনীকান্ত কন্যা ঐশ্বর্য।
advertisement
5/8
সৌরভের বায়োপিকের প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। চিত্রনাট্য প্রস্তুত।
advertisement
6/8
এবার সৌরভের সিনেমার নায়ক আয়ুস্মান খুরানা মুখ খুললেন। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে বায়োপিকের ইঙ্গিত দিয়েছেন তিনি।
advertisement
7/8
আয়ুস্মান বলেছেন, এখনই এই নিয়ে বিস্তারিত জানাতে পারব না। আমাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হয়। যখন যেটা ঘটবে, তখনই বলতে পারব।
advertisement
8/8
সৌরভের বায়োপিকে তিনি অভিনয় করবেন। তাঁর কথায় অন্তত এটুকু স্পষ্ট।