Sourav On Sana's Future: মেয়ে সানাকে নিয়ে এত বড় কথা বলে দিলেন বাবা সৌরভ, সকলে হবে বাকরুদ্ধ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sourav On Sana's Future: সৌরভ জানিয়েছেন কলকাতায় থাকাকালীন সানা রাত ১-২ টোয় ঘুমোতে যেত আর ঘুম থেকে উঠতে উঠতে বেলা একটা হত, কিন্তু লন্ডনে পড়তে গিয়ে পুরোপুরি বদলে গেছে সানা৷ সে নিজের দায়িত্ব তো সব পালন করে পাশাপাশি ইনোভারভের কনসালট্যান্টের পদে কর্মরত৷ Photo- File
advertisement
1/6

আরও পাঁচটা বাবা-র মতো মেয়ে সানা কাছে না থাকায় মন খারাপ হয় সৌরভের৷ কিন্তু সন্তানের সেরাটা চেয়েই তাঁকে লন্ডনে পাঠান সৌরভ ও ডোনা৷ এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন কলকাতায় থাকাকালীন সানা-র জীবনে রুটিন ছিল না৷ কিন্তু বাইরে যাওয়ার পর সানা অনেক বেশি অর্গানাইজড হয়ে উঠেছে, এবং এই মুহূর্তে একজন দায়িত্বশীল পেশাদার৷ Photo- File
advertisement
2/6
সৌরভ জানিয়েছেন কলকাতায় থাকাকালীন সানা রাত ১-২ টোয় ঘুমোতে যেত আর ঘুম থেকে উঠতে উঠতে বেলা একটা হত, কিন্তু লন্ডনে পড়তে গিয়ে পুরোপুরি বদলে গেছে সানা৷ সে নিজের দায়িত্ব তো সব পালন করে পাশাপাশি ইনোভারভের কনসালট্যান্টের পদে কর্মরত৷ Photo- File
advertisement
3/6
গ্লাসডোর ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুসারে এই মুহূর্তে লন্ডনে কর্মরত কনসালট্যান্টের মাইনে বছরে ৪৯,৬৪৭ পাউন্ড৷ অর্থাৎ প্রায় ৫০,০০০ পাউন্ডের কাছাকাছি৷ যা ভারতীয় মুদ্রায় ৫৬৩৪৭১০.০০ টাকা৷ Photo- File
advertisement
4/6
এদিকে দাদাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কেন সৌরভ নিজে ভারতের জার্সি গায়ে সফলতম ক্রিকেটার হয়েও নিজের মেয়েকে ক্রিকেট শেখাননি? এই প্রশ্নেও একেবারে বাবা সুলভ উত্তরই সৌরভ দিয়েছেন৷ Photo- File
advertisement
5/6
আগে যখন সানা ছোট ছিল তখন পেশাদার মহিলা ক্রিকেটাররা যৎসামাণ্য টাকা পেতেন৷ বাবা হয়ে মেয়ের অনিশ্চিত ভবিষ্যত তিনি চাননি৷ তবে সানা যদি এখন ছোট থাকত তাহলে তিনি অবশ্যই ক্রিকেট শেখাতেন৷ Photo- File
advertisement
6/6
কারণ এখন স্মৃতি মন্ধানা - হরমনপ্রীত কৌররা- বিরাট -রোহিতদের পে স্কেলেই টাকা পান৷ তাই তাঁর মেয়ে যদি ক্রিকেট খেলতে চাইত তাহলে তিনি বাবা হিসেবে পাশেই থাকতেন৷ Photo- File