TRENDING:

Sourav On Sana's Future: মেয়ে সানাকে নিয়ে এত বড় কথা বলে দিলেন বাবা সৌরভ, সকলে হবে বাকরুদ্ধ

Last Updated:
Sourav On Sana's Future: সৌরভ জানিয়েছেন কলকাতায় থাকাকালীন সানা রাত ১-২ টোয় ঘুমোতে যেত আর ঘুম থেকে উঠতে উঠতে বেলা একটা হত, কিন্তু লন্ডনে পড়তে গিয়ে পুরোপুরি বদলে গেছে সানা৷ সে নিজের দায়িত্ব তো সব পালন করে পাশাপাশি ইনোভারভের কনসালট্যান্টের পদে কর্মরত৷ Photo- File
advertisement
1/6
মেয়ে সানাকে নিয়ে এত বড় কথা বলে দিলেন বাবা সৌরভ, সকলে হবে বাকরুদ্ধ
আরও পাঁচটা বাবা-র মতো মেয়ে সানা কাছে না থাকায় মন খারাপ হয় সৌরভের৷ কিন্তু সন্তানের সেরাটা চেয়েই তাঁকে লন্ডনে পাঠান সৌরভ ও ডোনা৷ এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন কলকাতায় থাকাকালীন সানা-র জীবনে রুটিন ছিল না৷ কিন্তু বাইরে যাওয়ার পর সানা অনেক বেশি অর্গানাইজড হয়ে উঠেছে, এবং এই মুহূর্তে একজন দায়িত্বশীল পেশাদার৷ Photo- File
advertisement
2/6
সৌরভ জানিয়েছেন কলকাতায় থাকাকালীন সানা রাত ১-২ টোয় ঘুমোতে যেত আর ঘুম থেকে উঠতে উঠতে বেলা একটা হত, কিন্তু লন্ডনে পড়তে গিয়ে পুরোপুরি বদলে গেছে সানা৷ সে নিজের দায়িত্ব তো সব পালন করে পাশাপাশি ইনোভারভের কনসালট্যান্টের পদে কর্মরত৷ Photo- File
advertisement
3/6
গ্লাসডোর ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুসারে এই মুহূর্তে লন্ডনে কর্মরত কনসালট্যান্টের মাইনে বছরে ৪৯,৬৪৭ পাউন্ড৷ অর্থাৎ প্রায় ৫০,০০০ পাউন্ডের কাছাকাছি৷ যা ভারতীয় মুদ্রায় ৫৬৩৪৭১০.০০ টাকা৷ Photo- File
advertisement
4/6
এদিকে দাদাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কেন সৌরভ নিজে ভারতের জার্সি গায়ে সফলতম ক্রিকেটার হয়েও নিজের মেয়েকে ক্রিকেট শেখাননি? এই প্রশ্নেও একেবারে বাবা সুলভ উত্তরই সৌরভ দিয়েছেন৷ Photo- File
advertisement
5/6
আগে যখন সানা ছোট ছিল তখন পেশাদার মহিলা ক্রিকেটাররা যৎসামাণ্য টাকা পেতেন৷ বাবা হয়ে মেয়ের অনিশ্চিত ভবিষ্যত তিনি চাননি৷ তবে সানা যদি এখন ছোট থাকত তাহলে তিনি অবশ্যই ক্রিকেট শেখাতেন৷ Photo- File
advertisement
6/6
কারণ এখন স্মৃতি মন্ধানা - হরমনপ্রীত কৌররা- বিরাট -রোহিতদের পে স্কেলেই টাকা পান৷ তাই তাঁর মেয়ে যদি ক্রিকেট খেলতে চাইত তাহলে তিনি বাবা হিসেবে পাশেই থাকতেন৷ Photo- File
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav On Sana's Future: মেয়ে সানাকে নিয়ে এত বড় কথা বলে দিলেন বাবা সৌরভ, সকলে হবে বাকরুদ্ধ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল