ক্লিন সেভ অতীত! গাল ভর্তি দাড়ি সৌরভের, মহারাজের 'পুজো লুক' ভাইরাল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly Beard Look: হঠাৎ কেন গাল ভর্তি দাড়ি রাখতে শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়!
advertisement
1/6

বরাবরই তাঁকে ক্লেন সেভ-এ দেখা গিয়েছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় হঠাৎ করেই চাপ দাড়ি রাখতে শুরু করেছেন। তা হলে তিনিও কি ট্রেন্ড-এ গা ভাসালেন!
advertisement
2/6
সামনেই পুজো। তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন লুক ভাইরাল। এক গাল দাড়িতে মহারাজ। তাঁর এই নতুন লুক দেখে অনেকেই অবাক।
advertisement
3/6
জানা গিয়েছে, একটি বিজ্ঞাপনী শুট-এর জন্য সৌরভের এই নতুন লুক। গাল ভর্তি দাড়ি নিয়েই সেই বিজ্ঞাপনী শুটে দেখা গিয়েছে দাদাকে।
advertisement
4/6
বিজ্ঞাপনী শুটের জন্য দাড়ি রাখলেও নিজের এই লুক বেশ পছন্দ হয়েছে বিসিসিআই সভাপতির। তাই আপাতত তিনি নতুন এই লুক রাখবেন বলে জানা গিয়েছে।
advertisement
5/6
জানা যাচ্ছে, আপাতত আরও এক বছর সৌরভের গাল ভর্তি দাড়ির এই লুক দেখা যেতে পারে। অর্থাৎ তিনিও এবার ট্রেন্ড-এ গা ভাসালেন।
advertisement
6/6
ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের বেশিরভাগের গালে দাড়ি। তবে সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়রা এখনও ক্লিন সেভ-এ। এবার কিন্তু সৌরভ সেই নতুন ট্রেন্ড-এ গা ভাসালেন।