TRENDING:

Sourav and Sana: বাবার ‘এই’ কাজ মোটেই পছন্দ নয় সানার, লজ্জাতেও পড়ে সৌরভ কন্যা, নিজেই জানালেন দাদা

Last Updated:
Sourav and Sana: মেয়ের কী পছন্দ নয় জেনেও কি সৌরভ আমল দেন!
advertisement
1/9
বাবার ‘এই’ কাজ মোটেই পছন্দ নয় সানার,লজ্জাতেও পড়ে সৌরভ কন্যা,নিজেই জানালেন দাদা
Sourav and Sana: দাদা ও সানা, বাবা- মেয়ের এই জুটি বাঙালিদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে৷ এই সৌরভ ও সানার সব খবরেই নজর  থাকে পাঠক -দর্শকদের৷ আর একটি জনপ্রিয় গেম শোতে সৌরভ মাঝেমধ্যেই নিজের মেয়ের সঙ্গে নানা খুনসুটির গল্প করেন৷
advertisement
2/9
একসময়ে তিনিই গর্বিত বাবা হিসেবে জানিয়েছিলেন যে সানা চাকরি পেয়েছে৷ এমনকি দাদা এই কথা শেয়ার করতে দ্বিধা করেননি যে প্রথম স্টাইপেন্ডের টাকায় সানা অনেক দামি গিফট দিতে তিনি বুঝিয়ে দিয়েছেন মা-বাবাকে দামি গিফট না দিলেও চলে৷
advertisement
3/9
তাঁর মতে মা -বাবাকে সন্তান উপার্জন করে যে গিফটই দেবে সেটাই তাঁদের কাছে দারুণ মূল্যবান৷ কিন্তু এবার দাদার যে কথা ভাইরাল হয়েছে তা শুনলে সকলেই চমকে উঠবেন৷
advertisement
4/9
দাদা অনুষ্ঠানের মঞ্চেই জানিয়েছেন যে সানা তাঁর একটি কাজে সকলের সামনেই লজ্জিত অনুভব করেছিল৷ আর সেটি কী কাজ জানেন৷ সেটা হল সানার বন্ধুদের সামনে দাদার রাস্তায় নাচা! Photo Courtesy- Instagram/ Video Grab
advertisement
5/9
দাদার ফ্যান হোন আর নাই হোন, সকলেই জানেন সৌরভ পাড়ার পুজোয় হাজির থাকলে নাচেন, ঢাক বাজান৷ বাঙালি চিরাচরিত পাড়ার দাদা-রা যা করেন সৌরভও বেশ স্বতঃস্ফূর্তভাবেই সেটা করেন৷
advertisement
6/9
সৌরভ গতবারের জন্মদিন সেলিব্রেট করেছিলেন  লন্ডনে৷ লন্ডন আইয়ের সামনে দাদা বিন্দাস নাচানাচি করছিলেন যা দেখে সকলেই দারুণ মজা পেয়েছিলেন৷
advertisement
7/9
কিন্তু খোদ সানাই নাকি বাবার এই কাজ মোটেই পছন্দ করেননি৷ তাঁর বাবা লন্ডনের প্রকাশ্য রাস্তায় এভাবে নাচবেন তা দেখে রাস্তাতেই মুখে হাত ঢাকা দিয়ে বসে পড়েন সানা৷
advertisement
8/9
তবে দাদা কী এতে মেয়ের লজ্জাকেই প্রায়োরিটি দিয়েছিলেন? না দাদা তো দাদাই , যে লর্ডসের ব্যালকনিতে  জার্সি খুলে ঘোরাতে পারে সে কী মেয়ের গোঁসাতে নাচ বন্ধ করতে পারে৷ বরং আরও দেদারে নাচে মাতেন সৌরভ৷ সানাকেও টেনে নেন নাচের দলে৷
advertisement
9/9
আর সেটা দাদা না করে নাচের গতি আরও বাড়িয়ে দিয়েছিলেন এমনটাই জানিয়েছেন পপুলার রিয়েলিটি শোয়ের মঞ্চে৷
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav and Sana: বাবার ‘এই’ কাজ মোটেই পছন্দ নয় সানার, লজ্জাতেও পড়ে সৌরভ কন্যা, নিজেই জানালেন দাদা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল