TRENDING:

#IPLAuction2020: আইপিএলের নিলাম, এই ‘কোটিপতি’ ক্রিকেটাররা কি এবার দল পাবেন!

Last Updated:
গতবারেও এই ক্রিকেটারদের দলে নিতে চলেছিল দড়ি টানাটানি এবার কি এরাই ব্রাত্য ?
advertisement
1/4
#IPLAuction2020: আইপিএলের নিলাম, এই ‘কোটিপতি’ ক্রিকেটাররা কি এবার দল পাবেন!
বৃহস্পতিবার আইপিএলের বাজার জমজমাট ৷ কারণ ২০২০ আপিএলের জন্য এইদিনেই বসবে নিলামের আসর ৷ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরেই বসবে নিলামের আসর ৷ কারা কত দরে বিকোবেন , কাকে কোন দল নেবে এই সব নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠছে তখনই বেশ কিছু ক্রিকেটারের যবনিকা পতন হয়ে যাবে নাকি ৷ ওয়াকিবহাল মহলের ধারণা বেশ কিছু কোটিপতি আইপিএল ক্রিকেটার এবার কোন দল নাও পেতে পারেন ৷ Photo Courtesy- (Twitter/@IPL)
advertisement
2/4
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ২০১৯ -র আইপিএল চলাকালীন তৈরি হয়েছিল বিতর্ক ৷ আর সেই বিতর্ক গোটা মরশুম মাঠ ও মাঠের বাইরে তাড়া করে বেরিয়েছে KKR -কে আর যারই জেরে দু'বারের চ্যাম্পিয়ন দল বিশেষ কিছু করতে পারেনি ৷ এই বছর রবিন উত্থাপ্পা ছিলেন কেকেআরের সহ অধিনায়ক ৷ এবছরের নিলামের আগে যে যে ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার কথা ছিল তাদের তালিকায় ছিলেন রবিন উত্থাপ্পা ৷ কেকেআরের দীর্ঘদিনের এই বিশ্বস্ত নাইট বহুমূল্যেই নিলামে বিক্রি হয়েছেন ৷ তবে এবার তাঁকে কোনও দল নিতে আগ্রহী নয় এমনটাই ফিসফাস ক্রিকেট মহলে ৷ Photo- BCCI
advertisement
3/4
IPL -এ বিভিন্ন সময়ে বিভিন্ন অজানা রহস্যময় ক্রিকেটারদের বহু দাম দিয়ে কেনা হয় ৷ ২০১৫ তে কারিয়াপ্পা, ২০১৭-তে টি নটরাজন আর ২০১৮ -১৯ এ বরুণ চক্রবর্তী ৷ এঁদের কেনার জন্য আইপিএল ফ্রাঞ্চাইজিরা টাকার থলি নিয়ে ঝাঁপিয়েছিল ৷ ৮.৪০ কোটি তে এই স্পিনারকে কিনেছিল কিংস ইলেভেন পঞ্জাব ৷ গত মরশুমে একটিমাত্র ম্যাচ খেলেছিলেন তিনি ৩০ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন ৷ তারপর চোটের কারণে ছিটকে যান ৷ এরপর আর কোনও ক্রিকেটেই খেলেননি বরুণ চক্রবর্তী ৷ ফলে এবারের নিলামে প্রাথমিকভাবে কোনও দল তাঁকে তুলে নেবে এমন ভাবাটা দুরাশা ৷ গ মরশুমে ভারতীয় ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে তিনি দ্বিতীয় সর্বাধিক দামে বিক্রি হওয়া ক্রিকেটার ৷
advertisement
4/4
২০১৭ সালে গুজরাত লায়ন্সের হয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন অ্যান্ড্রু টাই ৷ প্রথম ক্রিকেটার হিসেব আত্মপ্রকাশ ম্যাচেই পাঁচ উইকেটের পাশাপাশি ছিল তাঁর হ্যাটট্রিক ৷ সেই মরশুমে ৬ ম্যাচে ১২ উইকেট পেয়েছিলেন তিনি ৷ ৭.২ কোটিতে তাঁকে পরের বার কিনেছিল পঞ্জাব ৷ পেয়েছিলেন ২৪ উইকেট ৷ কিন্তু ২০১৯ সালে ৩ উইকেটে পান ৷ ফলে এবার তাঁকে আর কেউ কিনতে আগ্রহী হবে বলে মনে করা হচ্ছে না ৷
বাংলা খবর/ছবি/খেলা/
#IPLAuction2020: আইপিএলের নিলাম, এই ‘কোটিপতি’ ক্রিকেটাররা কি এবার দল পাবেন!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল