KKR News: এবার আইপিএল জিতবে কেকেআর! কারণ জানলে খুশি হবেন সব ফ্যানেরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: এবার আইপিএল ২০২৪ জেতার নিরিখে ফেভারিট কোন দল? কেকেআরের জেতার সম্ভাবনা কতটা? তা নিয়ে যত প্রতিযোগিতা এগোচ্ছে তা নিয়ে বাড়ছে আলোচনা-জল্পনা।
advertisement
1/7

এবার আইপিএল ২০২৪ জেতার নিরিখে ফেভারিট কোন দল? কেকেআরের জেতার সম্ভাবনা কতটা? তা নিয়ে যত প্রতিযোগিতা এগোচ্ছে তা নিয়ে বাড়ছে আলোচনা-জল্পনা।
advertisement
2/7
আইপিএলের প্লেঅফের জল্পনার মধ্যেই সামনে এসেছে একটি সমীকরণ বা অঙ্ক, অদ্ভূত মিলও বলা যেতে পারে। যা মুখে হাসি ফোটাতে পারে কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের।
advertisement
3/7
২০১২ সালে প্রথমবার আইপিএল জিতেছিল কেকেআর। সেবারের সঙ্গে এবার অদ্ভূত একাধিক মিল রয়েছে। যা ইঙ্গিত দিচ্ছে ২০২৪ সালে ফের ট্রফি উঠতে জিততে চলেছে কেকেআর।
advertisement
4/7
২০১২ সালের আগে ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। এবারও ২০২৩ সালে চ্য়াম্পিয়ন হয়েছে সিএসকে। ২০১২ সালে আইপিএল ফাইনাল হয়েছিল চিপকে। এবারও ফাইনাল হবে চেন্নাইয়ের ঘরের মাঠে।
advertisement
5/7
২০১২ সালে কেকেআর প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারিয়েছিল। তারপর ১২ বছর ধরে আর হারাতে পারেনি। ২০২৪ সালে এসে ফের ঘরের মাঠে মুম্বইকে হারিয়েছে নাইটরা।
advertisement
6/7
এছাড়া সবথেকে বড় লাক ফ্যাক্টর হতে পারে গৌতম গম্ভীরের ফেরা। ২০১২ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। এবারও দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন গম্ভীর।
advertisement
7/7
সবথেকে বড় বিষয় এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে কেকেআর। ১১ ম্যাচে ৮ জয় নিয়ে প্লেঅফের টিকিট প্রায় পাকা করে ফেলেছে নাইটরা। ধাপে ধাপে চ্যাম্পিয়নশিপের দিকেই এগোচ্ছে কেকেআর।