TRENDING:

Snehasis Ganguly Second Marriage: দ্বিতীয় বিয়ে সুসম্পন্ন, সৌরভের দাদার বিয়েতে রিসেপশনেক কী খাবার ছিল, রইল বিয়েবাড়ির পুরো অ্যালবাম

Last Updated:
Snehasis Ganguly Second Marriage: বিয়েতে দারুণ মজা হল, বিভিন্ন সময়ে পালন হল বিভিন্ন রীতিনীতি, খাওয়াদাওয়ায় ছিল সৌরভ-স্নেহাশিসের পছন্দের
advertisement
1/16
দ্বিতীয় বিয়ে সুসম্পন্ন,সৌরভের দাদার বিয়েতে রিসেপশনেক কী খাবার ছিল,রইল সব ফটো
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিয়ে নিয়ে খবর আসার শুরু থেকেই জল্পনা শুরু হয়েছিল৷ কেমন বিয়ে, কবে বিয়ে, সেই বিয়েতে কী কী হবে? স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে খুবই সুসম্পন্ন হয়েছে৷
advertisement
2/16
দাদা-র দাদার বিয়েতে পরিবারের কেউ প্রাথমিক ভাবে সম্মত ছিলেন না বলেও একটা খবর ছিল, কারণ স্নেহাশিসের এই দ্বিতীয় বিয়েতে মত ছিল না সৌরভের মায়ের৷ কিন্তু পরে তিনিও রাজি হয়ে যান৷
advertisement
3/16
স্নেহাশিসের দ্বিতীয় স্ত্রী-র নাম অর্পিতা চট্টোপাধ্যায়, ৫৯-র স্নেহাশিস বিয়ে করে ফেললেন ৪৭ -র পাত্রীকে৷ দীর্ঘদিনের পরিচয় তার পাশাপাশি প্রায় দেড় বছরের লিভ ইনের পর চিরাচরিত বিয়ের রাস্তাতেই হাঁটার সিদ্ধান্ত নিয়ে নেন দুজনেই৷
advertisement
4/16
অর্পিতাও বিবাহবিচ্ছিন্না, স্নেহাশিসেরও প্রথম স্ত্রীয়ের সঙ্গে ডিভোর্স সারা ফলে আইনি বিয়ের পথে কোনও বাধা ছিল না৷  অর্পিতা নিজে একজন অন্য রাজ্যের উদ্যোগপতি৷ তাঁর আগের স্বামীও ছিলেন ব্যবসায়ী৷
advertisement
5/16
অজন্তা জুতোর কোম্পানির মালিকের স্ত্রী নিজের প্রথম বিয়ের পর্ব শেষ করেন বহুদিন আগেই৷ অন্যদিকে বহু বছর আগে বিয়ে সারা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজের প্রথমা স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছাড়াছাড়ি করে ফেলেন৷
advertisement
6/16
এদিকে জুলাই মাসের ২১ তারিখ রেজিস্ট্রি বিয়ে সেরে নেন স্নেহাশিস ও অর্পিতা৷ আইনি বিয়ের দিনে নতুন বর -বউ দুজনেই একই রঙের পোশাক পরেছিলেন৷
advertisement
7/16
তবে এদিনের বিয়ের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের কাজ এবং গুরু পূর্ণিমা হওয়ায় হাজির থাকতে পারেননি ডোনা গঙ্গোপাধ্যায়ও৷ আর সৌরভ ও স্নেহাশিসের মা নিরূপা দেবীও স্বাস্থ্য সংক্রান্ত কারণে আইনি বিয়ের দিন আসতে পারেননি৷
advertisement
8/16
তবে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গোপাধ্যায় বাড়ির একাধিক বন্ধু ও পরিচিতরা৷
advertisement
9/16
বড় দায়িত্বে ছিলেন বৈশালী ডালমিয়া৷ তিনিই সিঁদুরদান থেকে মালাবদল সবকিছুই করান নব দম্পতিকে৷
advertisement
10/16
হিন্দু রীতি মেনে সব বিয়ের ধাপ করা না হলেও নববধূর হাতে ছিল গাছকৌটো, জোড়ের কাপড়৷ লজ্জাবস্ত্রেও নিজেকে ঢেকেছিলেন অর্পিতা৷
advertisement
11/16
এদিকে এ ছাড়াও রিসেপশনেও চাঁদের হাট বসেছিল৷ বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারেননি সৌরভ কিন্তু এদিন একেবারে বরকর্তার দায়িত্বে ছিলেন তিনি৷
advertisement
12/16
এদিন দাদা পরেছিলেন কালো ক্যাজুয়াল শার্ট অন্যদিকে পরণে ছিল কালো ট্রাউজার্স৷ অল ব্ল্যাকে বরকর্তা সব অতিথিদের সঙ্গে ব্যস্ত ছিলেন৷
advertisement
13/16
দুই ভাইয়েরই দারুণ পছন্দ বিরিয়ানি৷ এদিনের অনুষ্ঠানে তাই বিরিয়ানি ছিল মেন্যু৷ এছাড়াও আগত অতিথিদের মন কেড়ে নিয়েছিল মাংসের একটি বিশেষ পদ৷ করা হয়েছিল সৌরভ ও স্নেহাশিসের প্রিয় বাটার চিকেন৷
advertisement
14/16
ভাসুরের বিয়ের নিমন্ত্রণ পত্রে ডোনার নাম থাকলেও রিসেপশনে আসতে পারেননি তিনি৷ তবে একাধিক পরিচিত মুখ হাজির হয়েছিলেন এদিনের স্নেহাশিসের দ্বিতীয় বিয়েতে৷
advertisement
15/16
রেজিস্ট্রি বিয়ের দিনের মতোই স্নেহাশিসের বিয়ের রিসেপশনেও হাজির ছিলেন বৈশালী ডালমিয়া৷ তিনি এদিন পরেছিলেন কালো রঙ এবং জরি পারের এক দামী শাড়ি৷
advertisement
16/16
তবে এদিন স্নেহাশিস ও অর্পিতা আলাদা শেডের পোশাকে সেজেছিলেন৷ নতুন বউয়ের হিরে -পান্নার গয়নার সঙ্গে ছিল বেনারসি শাড়ি৷ অন্যদিকে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পোশাকে ছিল অফ হোয়াইট৷
বাংলা খবর/ছবি/খেলা/
Snehasis Ganguly Second Marriage: দ্বিতীয় বিয়ে সুসম্পন্ন, সৌরভের দাদার বিয়েতে রিসেপশনেক কী খাবার ছিল, রইল বিয়েবাড়ির পুরো অ্যালবাম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল