TRENDING:

Snehasis Ganguly Marriage Anniversary: বিয়ের বছর ঘুরে গেল! গলায় লম্বা মপচেন, শাঁখা-পলা হাতে, সাধাসিধে করে পরা শাড়ি, স্নেহাশিসকে খাইয়ে দিলেন কেক, প্রথম বিবাহবার্ষিকীর দারুণ ফটো অ্যালবাম

Last Updated:
Snehasis Ganguly Marriage Anniversary: স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বিয়ের বছর পূর্তি, তুমুল আনন্দ অনুষ্ঠান, রইল ফটো অ্যালবাম
advertisement
1/8
বিয়ের বছর ঘুরে গেল! শাঁখা-পলা হাতে, সাধাসিধে করে পরা শাড়ি, স্নেহাশিসের অ্যানভারসারি ফটো
প্রাচীন প্রবাদ - ‘অ্যাজ ইজ জাস্ট এ নাম্বার’- অর্থাৎ বয়স একটা সংখ্যামাত্র- বহু সময় এটা মানুষ প্রমাণ করেছেন৷ বাংলার দাদা-র দাদাও এই তত্বেই সিলমোহর দিয়ে দিলেন৷ বিয়ের একবছর ঘুরল স্নেহাশিস ও অর্পিতার৷ গলায় লম্বা মপচেন, হাতে শাঁখা-পলা, বাঙালিদের মতো সাধাসিধে করা পরা শাড়িতে সেজেছিলেন স্নেহাশিস জায়া অর্পিতা৷
advertisement
2/8
৫৯ বছর বয়সে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ২০২৪ সালের ২১ জুলাই রেজিস্ট্রি করে অর্পিতার সঙ্গে বিয়ে সেরেছিলেন তিনি৷ ৪৭-র অর্পিতারও এটি দ্বিতীয় ইনিংসই ছিল৷ আর সেই বিয়ের এবার বছর ঘুরে গেল৷
advertisement
3/8
বিবাহের প্রথম বার্ষিকী। গঙ্গোপাধ্যায় বাড়িতেই ধুমধাম করে উদযাপন হল এই বিশেষ দিন। উপস্থিত ছিলেন আত্মীয়রা পাশাপাশি ছিলেন বন্ধুস্থানীয়রা৷ ভাই সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা ছিলেন অতিথিদের তালিকায়৷
advertisement
4/8
প্রাথমিকভাবে এই অনুষ্ঠান নিয়ে খুব বেশি প্রচার না থাকলেও অভিনেত্রী শ্রেয়া পান্ডে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই সেলিব্রেশনের ফটো শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়৷
advertisement
5/8
যিনি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন। গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে একাধিক ফটো দিয়েছেন তিনি৷
advertisement
6/8
স্নেহাশিসের পাশে ছিলেন স্ত্রী অর্পিতা। রং মিলিয়ে সাজে দু’জনকেই দেখা গিয়েছে। স্নেহাশিস পরেছিলেন অফ হোয়াইট পাঞ্জাবি ও পায়জামা, আর অর্পিতা পরেছিলেন অফ হোয়াইট শাড়ি৷ ফলে বিয়ের বর্ষপূর্তিতে ভালই রঙমিলন্তি হয়েছিলেন এই দম্পতি৷
advertisement
7/8
সৌরভ-ডোনাও ছিলেন একেবারে রঙে রঙ মিলিয়ে। ডোনার পরনে ছিল সোনালি পাড়ের কালো শাড়ি, সৌরভ পরেছিলেন কালো টি-শার্ট। এই ঘরোয়া অনুষ্ঠান ছিল এক নিখাদ পারিবারিক মুহূর্তের সাক্ষী—যেখানে কেক কাটেন সেলিব্রেশন হিসেবে৷
advertisement
8/8
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে সিএবি প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী সফল উদ্যোগপতি৷ এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলা ক্রিকেটের একাধিক উজ্জ্বল মুখ৷
বাংলা খবর/ছবি/খেলা/
Snehasis Ganguly Marriage Anniversary: বিয়ের বছর ঘুরে গেল! গলায় লম্বা মপচেন, শাঁখা-পলা হাতে, সাধাসিধে করে পরা শাড়ি, স্নেহাশিসকে খাইয়ে দিলেন কেক, প্রথম বিবাহবার্ষিকীর দারুণ ফটো অ্যালবাম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল