Snehasis Ganguly Daughter Marriage: গঙ্গোপাধ্যায় বাড়ির বড় মেয়ের বিয়ে পাকা, রূপে গোল দেন হিরোইনদের, আর পড়াশুনোয় তুখোড়, কোথায় করেন চাকরি জানলে চোখ উঠবে কপালে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Snehasis Ganguly Daughter Marriage: মাস তিনেক আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সানাই বেজেছিল, এবার বিয়ে বাড়ির বড় মেয়ের, সুন্দরী মেয়েকে চিনে নিন ফটোতে
advertisement
1/12

Snehasis Ganguly Daughter Marriage: ২১ জুলাই গঙ্গোপাধ্যায় বাড়িতে দীর্ঘদিন বাদে সানাই বেজেছিল৷ দ্বিতীয়বার নতুন করে জীবনে চলার সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়৷ এবার নভেম্বর মাসে সুখবর দিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রথম স্ত্রী মম গঙ্গোপাধ্যায়৷ স্নেহাশিস ও মম দুজনের মেয়ে স্নেহা নিজের জীবনসঙ্গীকে বেছে নিলেন৷
advertisement
2/12
স্নেহাশিস ও মমের একমাত্র মেয়ে স্নেহা এখন ২৬ বছর বয়সী৷ তাঁর জন্মদিনও নভেম্বর মাসে৷ ৮ তারিখে তাঁর মা নিজের প্রোফাইল থেকে মেয়ের জন্মদিনের এক পুরনো ছবি শেয়ার করে বলেছিলেন ছবির সব মানুষগুলো হয়ত বিভিন্ন কারণে এক জায়গায় নেই, কিন্তু টানটা একই রকম আছে৷
advertisement
3/12
সোশ্যাল মিডিয়া স্নেহার প্রোফাইল অনুসারে তিনি অ্যাস্ট্রে জেনকা-র কর্মরত অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট, পাশাপাশি আর্সেনাল বায়োতে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবেও লেখা রয়েছে৷
advertisement
4/12
তিনি লেখাপড়াও করেছেন মার্কিন মুলুকেও৷ ইউসি স্যান দিয়েগোতে তিনি স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান বিষয়ে পড়াশুনো করেছে৷
advertisement
5/12
২০২৩ সাল থেকে তিনি ওয়াশিংটন ডিসিতে বসবাস করেন এবং চাকরি করেন৷
advertisement
6/12
এই স্নেহাই এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন৷ ইতিমধ্যেই তাঁর পার্টনারের প্রোপজ করার ফটো ভাইরাল৷
advertisement
7/12
স্নেহার মা ও স্নেহাশিসের প্রথমা স্ত্রী নিজেই মেয়ে এবং হবু জামাইয়ের প্রপোজ করার ফটো সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন৷
advertisement
8/12
পড়াশুনো করতে গিয়েই তাঁর লাইফ পার্টনারে সঙ্গে আলাপ গঙ্গোপাধ্যায় বাড়ির মেধাবী বড় মেয়ের৷
advertisement
9/12
মেয়ের ভবিষ্যত জীবনের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থণা করেছেন মম গঙ্গোপাধ্যায়৷
advertisement
10/12
পাশাপাশি জানিয়েছেন বড় হয়ে গেল তাঁর মেয়ে৷ সেদিন ছোট মেয়ে চোখের সামনে বড় হয়ে গেল৷
advertisement
11/12
যে এখন জীবনের নতুন অধ্যায়ে যাওয়ার পথেও পা বাড়িয়ে ফেলল৷ এদিকে ফটোতে দেখে মনে হয় কাকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো তিনিও বিরিয়ানি খেতে ভালবাসেন৷
advertisement
12/12
এখনও বিয়ের তারিখ সামনে না এলেও জীবনে সুপ্রতিষ্ঠিত স্নেহা ও পার্টনারের জুড়িতে ফটোতে দারুণ দেখতে তা নিয়ে নিঃসন্দেহ সকলেই৷