Snehasis Ganguly's Daughter Engagement: মেয়ের বিয়ের অনুষ্ঠান বলে কথা! দূরত্ব সরিয়ে এক জায়গায় স্নেহাশিস ও মোম, ভাবী জামাইবাবুর সঙ্গে ফোটশ্যুট সানা-র, রইল ফটো অ্যালবাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Snehasis Ganguly's Daughter Engagement: স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় বিয়েতে হাজির হননি তাঁর মা, কিন্তু নাতনির এনগেজমেন্টে হাজির ঠাকুমা৷
advertisement
1/8

Snehasis Ganguly's Daughter Engagement: স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী মম গঙ্গোপাধ্যায় গত বছরেই সুখবর দিয়েছিলেন৷ যে তাঁর ও স্নেহাশিসের একমাত্র কন্যা স্নেহা নিজের লাইফ পার্টনার বেছে নিয়েছেন আর বছরের শুরুতেই গঙ্গোপাধ্যায় বাড়িতেই বসল দারুণ আনন্দোৎসবের আসর৷ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়ে স্নেহার এনগেজমেন্ট উপলক্ষ্যে এক ছাদের তলায় সকলে৷ Photo Courtesy - Facebook
advertisement
2/8
দিদির বিয়ের এনগেজমেন্ট উপলক্ষ্যে এখনও পর্যন্ত সানা-র দুটো ফটো সামনে এসেছে৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা-র জাড়তুতো দিদির বিয়ের একবেলায় সাদা এবং অন্যবেলায় কালো পোশাক পরেছিলেন তিনি৷
advertisement
3/8
এদিকে দিন কয়েক আগেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজের দীর্ঘদিনের গার্লফ্রেন্ডের সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন কিন্তু সে বিয়েতে হাজির হতে পারেননি স্নেহাশিস- সৌরভের মা৷ কিন্তু নাতনির এনগেজমেন্টে উপস্থিত ছিলেন স্নেহার ঠাকুমা নিরূপা গঙ্গোপাধ্যায়৷
advertisement
4/8
এদিকে সানা দিদির এনগেজমেন্ট উপলক্ষ্যে হাতে পরেছিলেন মেহেন্দি৷ দিদি ও হবু জামাইবাবুর সঙ্গে ফটোশ্যুট সানা-র ৷
advertisement
5/8
কালার কোঅর্ডিনেশনের পোশাক পরেছিলেন সৌরভ-ডোনা ও সানা৷ তিনজনেই কালো রঙের পোশাক পরেছিলেন৷ সৌরভ শেরওয়ানি, ডোনা শাড়ি ও সানা এথনিক ইন্ডিয়ান ড্রেস পরেছিলেন৷
advertisement
6/8
এদিকে গঙ্গোপাধ্যায় বাড়ির প্রথম জামাই সাদা পোশাক পরেছিলেন৷ অন্যদিকে স্নেহা পরেছিলেন পার্পল কালারের গর্জাস শাড়ি৷
advertisement
7/8
দিন কয়েক আগেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নিজের অখুশির কথা জানিয়েছিলেন মোম গঙ্গোপাধ্যায়৷ কিন্তু মেয়ের এনগেজমেন্ট হাজির ছিলেন স্নেহাশিস ও মোম দুজনেই৷
advertisement
8/8
সানা ও স্নেহা গঙ্গোপাধ্যায় বাড়ির দুই মেয়েই বিদেশে চাকরি করে৷ তবে এনগেজমেন্টের আসরে সকলেই এসেছিল নিজেদের কাজ বাদ দিয়ে৷