Smriti Mandhana Wedding Dates: বিয়ে নাকি ৭ ডিসেম্বর, স্মৃতি-পলাশের বদলে যাওয়া বিয়ের তারিখ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, সত্যি বলে দিলেন স্মৃতির দাদা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Smriti Mandhana Wedding Dates: স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়েন তাই বিয়ে বাতিল হয়, এরপরেই বিভিন্ন রকমের জল্পনায় সরগরম চারদিক
advertisement
1/5

: মান্ধানা পরিবারের বিয়ে ঘিরে যেখানে সরগরম ছিল সবদিক সেখান হঠাৎ চিকিৎসা সংক্রান্ত এমার্জেন্সির কারণে তাঁদের বহু প্রতীক্ষিত বিয়ে হঠাৎ স্থগিত হওয়ার পর থেকেই ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত সুরকার পলাশ মুচ্ছল সকলের স্ক্যানারের নিচে রয়েছেন৷
advertisement
2/5
এখন, সোশ্যাল মিডিয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে, দাবি করা হচ্ছে যে এই দম্পতি অবশেষে ৭ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন, পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের আগেই এই গসিপ আগুনের গতিতে ছড়িয়ে পড়ে।
advertisement
3/5
তবে স্মৃতি মান্ধনার ভাই শ্রাবণ মান্ধনা এই দাবিগুলিকে দৃঢ়ভাবে উড়িয়ে দিয়েছেন। হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট করে বলেন, "এই গুজব সম্পর্কে আমার কোনও ধারণা নেই। এখনও পর্যন্ত (বিয়ে) স্থগিত রয়েছে।"
advertisement
4/5
স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধনা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর, সাঙ্গলিতে পরিকল্পিত মূল অনুষ্ঠানটি যেদিন হওয়ার কথা ছিল, সেদিনই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
advertisement
5/5
এর কিছুক্ষণ পরেই, পলাশকে নিজেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কারণ পরিস্থিতির কারণে মানসিক চাপ এবং ধাক্কা লেগেছিল। পরে তার মা জানান যে তাঁকে আইভি সাপোর্টে রাখা হয়েছিল এবং তাঁকে ছেড়ে দেওয়ার আগে একাধিক পরীক্ষা করা হয়েছিল।