Smriti Mandhana : সত্যিই বিয়ে পিছিয়ে যেতে অসুস্থ হয়েছিলেন পলাশ? মুখ খুললেন চিকিৎসক, যা বললেন...হাঁটে হাড়ি ভাঙা হয়ে গেল!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Smriti Mandhana-Palash Mucchal : সেদিন কি সত্যিই অসুস্থ হয়েছিলেন পলাশ! নাকি চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল হতেই তিনি পুরোটা নাটক করেন! এবার সেই চিকিৎসক মুখ খুলেছেন, যাঁর তত্ত্বাবধানে সেদিন পলাশের চিকিৎসা হয়েছিল।
advertisement
1/6

প্রথমে সবাই জানলেন, স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে পিছিয়ে গিয়েছে। পরে জানা গেল, বিয়ের আগের রাতে স্মৃতিরই পরিচিত এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। ফলে এখন তাঁদের বিয়েটা হবে কি না তা নিয়েই ধোঁয়াশা দেখা দিয়েছে।
advertisement
2/6
বিয়ের অনুষ্ঠানের মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়েন ভারতীয় দলের ক্রিকেটার স্মৃতির বাবা। জানা যায় হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি হয়েছিল তাঁর। এর পরই জানা যায়, স্মৃতির হবু বরও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।
advertisement
3/6
সেদিন কি সত্যিই অসুস্থ হয়েছিলেন পলাশ! নাকি চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল হতেই তিনি পুরোটা নাটক করেন! এবার সেই চিকিৎসক মুখ খুলেছেন, যাঁর তত্ত্বাবধানে সেদিন পলাশের চিকিৎসা হয়েছিল।
advertisement
4/6
সেই চিকিৎসক জানান, সেদিন বুকে যন্ত্রণা নিয়ে পলাশ হাসপাতালে ছুটে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গেই ভর্তি নিয়ে নেওয়া হয়েছিল তাঁকে। হাসপাতালের তরফে জানানো হয়েছিল, অতিরিক্ত স্ট্রেসের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন পলাশ। অর্থাৎ সেভাবে পলাশের কোনও অসুস্থতা ছিল না।
advertisement
5/6
সেই চিকিৎসক দীপেন্দ্র ত্রিপাঠি জানিয়েছেন, ওর হার্টে কোনও সমস্য়া ছিল না। চাপের কারণেই এমনটা হয়েছিল। বুকে যন্ত্রণা, শ্বাসকষ্ট এবং অস্বস্তি নিয়ে ও হাসপাতালে ভর্তি হয়। ইসিজি, ২ডি ইকোকার্ডিওগ্রাফি হয়েছিল ওর। সেরকম কোনও সমস্যা ধরা পড়েনি।
advertisement
6/6
এখন প্রশ্ন হল, মেরি ডিকস্টা নামের সেই মহিলার সঙ্গে চ্যাট স্ক্রিনশট ভাইরাল হতেই কি স্ট্রেস নিয়ে ফেলেন পলাশ! তাতেই কি সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি! চিকিৎসক যা ইঙ্গিত দিলেন তাতে ব্যাপারটা সেরকমই বলে ধরা যেতে পারে।