India, Pakistan women cricketers : স্মৃতি, কায়নাত নাকি জাহানারা? তিন দেশের তিন ক্রিকেট কন্যা হৃদয় কাড়বে আপনার
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Smriti Mandhana along with Kainat Imtiaz of Pakistan and Jahanara Alam will steal heart. স্মৃতি, কায়নাত নাকি জাহানারা? তিন দেশের তিন কন্যা হৃদয় কাড়বে আপনার
advertisement
1/11

বাংলাদেশের মহিলা ক্রিকেটে সুন্দরীর তালিকায় শীর্ষে জাহানারা আলম। অলরাউন্ডার হিসেবে অভিষেক হওয়ার পর থেকে নিজেকে প্রমাণ করেছেন জাহানারা
advertisement
2/11
ক্রিকেটার হিসেবে নাম করার পাশাপাশি সুন্দরী হিসেবেও বিশেষ নজর কেড়েছেন জাহানারা। খুলনার মেয়ে হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেলে নিজের জেলাকে গর্বিত করেছেন
advertisement
3/11
বাংলাদেশের বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে সুন্দরী এই মহিলা ক্রিকেটারকে। বাড়ি থেকে বিয়ের চাপ দিলেও জাহানারার কাছে ক্রিকেট প্রথম প্রেম
advertisement
4/11
পাকিস্তানের মহিলা ক্রিকেট দলে সুন্দরী ক্রিকেটারের সংখ্যা তুলনায় বাকি দলগুলোর থেকে বেশি। কিন্তু তাদের সকলের মধ্যে নজর কেড়েছেন কায়নাত ইমতিয়াজ
advertisement
5/11
বিরাট কোহলি পছন্দের ক্রিকেটার তার। ভারতের ক্রিকেট আইকনকে শ্রদ্ধা করেন কায়নাত। স্বপ্ন দেখেন বিরাটের সঙ্গে দেখা করার
advertisement
6/11
করাচিতে জন্ম এবং বেড়ে ওঠা এই মহিলা ক্রিকেটারের। স্কুল টিমের অধিনায়ক ছিলেন। বাড়িতে ছিল ক্রিকেট চর্চা। পাকিস্তানের হয়ে খেলবেন ভাবতে পারেননি এই সুন্দরী
advertisement
7/11
কয়েক মাস আগে বিয়ে হয়েছে তার। প্রি ওয়েডিং ফটোগ্রাফিতেও থিম ছিল ক্রিকেট। কায়নাত মূলত অলরাউন্ডার, কিন্তু ব্যাটিং বেশি পছন্দ করেন
advertisement
8/11
ভারতের স্মৃতি মান্ধানা ব্যাটসম্যান হিসেবে যেমন ধারাবাহিক, তেমনই রূপেও আগুন। ছেলেদের কাছে তার যৌন আবেদনের থেকেও মিষ্টি ভাব বেশি
advertisement
9/11
রোহিত শর্মার মত স্মৃতিও মুম্বইয়ের ক্রিকেটার। বিতর্কে থাকেন না, নিজের খেলা নিয়েই ব্যস্ত থাকেন
advertisement
10/11
ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ইতিমধ্যেই বেশ কিছু নজির গড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। আইসিসির সেরা নির্বাচিত হয়েছেন
advertisement
11/11
স্টাইল করতে ভালোবাসেন স্মৃতি। কিন্তু পাশাপাশি ক্রিকেট তার প্রথম ভালোবাসা এবং ধ্যান-জ্ঞান একাধিকবার জানিয়েছেন। আর হ্যাঁ, বয়-ফ্রেন্ড নেই তার