TRENDING:

Vaibhav Suryavanshi: ৪-৪-৪-৪-৪-৪-৬! ৩১০ স্ট্রাইকরেটে ফের বৈভবের ব্যাটিং তাণ্ডব, এবার যা করলেন কিশোর তারকা

Last Updated:
Vaibhav Suryavanshi: বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে আবারও নজর কাড়লেন বৈভব সূর্যবংশী। সোমবার রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে মেঘালয়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ওপেন করতে নেমে ফের ব্যাটিং তাণ্ডব।
advertisement
1/6
৪-৪-৪-৪-৪-৪-৬! ৩১০ স্ট্রাইকরেটে ফের বৈভবের ব্যাটিং তাণ্ডব, এবার যা করলেন কিশোর তারকা
বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে আবারও নজর কাড়লেন বৈভব সূর্যবংশী। সোমবার রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে মেঘালয়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ওপেন করতে নেমে তিনি মাত্র ১০ বলেই ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
advertisement
2/6
সমষ্টিপুরের এই বাঁহাতি ব্যাটার তার সংক্ষিপ্ত ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা হাঁকান। ৩১০.০০ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি ম্যাচে দ্রুত গতি এনে দেন। তবে বড় ইনিংসের প্রত্যাশা থাকলেও পঞ্চম ওভারের প্রথম বলেই আকাশ কুমারের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বৈভব।
advertisement
3/6
মেঘালয়ের বিরুদ্ধে এই ম্যাচে বৈভবের কাছ থেকে বড় ইনিংসের আশা করেছিলেন সমর্থকরা। বিশেষ করে আগের ম্যাচগুলিতে তার অসাধারণ পারফরম্যান্সের পর প্রত্যাশার চাপ ছিল অনেক বেশি। কিন্তু ভালো শুরু করেও তা কাজে লাগাতে না পারায় কিছুটা হতাশ হয় ফ্যানেরা।
advertisement
4/6
চলতি মরশুমের প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বৈভবের ব্যাটিং ছিল ঐতিহাসিক। মাত্র ৮৪ বলে ১৯০ রান করে তিনি লিস্ট এ ক্রিকেটে একাধিক রেকর্ড গড়েন। ৩৬ বলে শতরান পূর্ণ করে তিনি ভারতীয়দের মধ্যে চতুর্থ দ্রুততম লিস্ট এ সেঞ্চুরির মালিক হন এবং ৫৯ বলে ১৫০ রানের গণ্ডি পার করেন।
advertisement
5/6
এই ইনিংসের সুবাদে বৈভব লিস্ট এ ক্রিকেটে বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। পাশাপাশি দ্রুততম ১৫০ রান করার বিশ্বরেকর্ডও তার দখলে যায়, যা আগে ছিল এবি ডি ভিলিয়ার্সের নামে। অরুণাচলের বিরুদ্ধে সেই ম্যাচে বিহার রেকর্ড ৩৯৭ রানে জয় পায়।
advertisement
6/6
জাতীয় দায়িত্বের কারণে বিজয় হাজারে ট্রফির বাকি ম্যাচগুলোতে বৈভবের খেলা অনিশ্চিত। শনিবার (২৭ ডিসেম্বর) তাকে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের যুব ওডিআই সিরিজে অংশ নিতে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সফর করবেন এবং ওই সিরিজে দলের অধিনায়কত্বও করবেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Vaibhav Suryavanshi: ৪-৪-৪-৪-৪-৪-৬! ৩১০ স্ট্রাইকরেটে ফের বৈভবের ব্যাটিং তাণ্ডব, এবার যা করলেন কিশোর তারকা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল