Shubman Gill: গিলের ব্যাটের মত দম আছে ইংল্যান্ডের 'বাজবলে'! 'হিম্মত' থাকলে করে দেখাক ভারতের দেওয়া ৬০৮ রানের টার্গেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 2nd Test: বার্মিংহামে দ্বিতীয় টেস্টে অবশেষে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করল ভারতীয় দল। ৪২৭ রানে ৬ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ইংল্যান্ডকে ৬০৮ রানের এক অসম্ভব টার্গেট দিল টিম ইন্ডিয়া।
advertisement
1/5

বার্মিংহামে দ্বিতীয় টেস্টে অবশেষে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করল ভারতীয় দল। ৪২৭ রানে ৬ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ইংল্যান্ডকে ৬০৮ রানের এক অসম্ভব টার্গেট দিল টিম ইন্ডিয়া।
advertisement
2/5
প্রথম ইনিংসে ২৬৯ রানের এক ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন শুভমান গিল। নিজের ফর্ম দ্বিতীয় ইনিংসেও ধরে রাখেন ভারত অধিনায়ক। সেঞ্চুি করেন তিনি। ১৬১ রানের রেকর্ড ব্রেকিং ইনিংস খেলেন তিনি।
advertisement
3/5
এক ম্যাচে ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান, সুনীল গাভাসকরের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করার নজির, বিশ্বের নবম ব্যাটাক হিসেনে একই ম্যাচে ২০০ ও ১০০ করা সহ আরও একাধিক নজির গড়েন গিল।
advertisement
4/5
শুধু শুভমান গিল নয়, দ্বিতীয় ইনিংসে ভারতীয় ইনিংসে উল্লেখযোগ্য অবদান রাখেন কেএল রাহুল, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। রাহুল ৫৫, পন্থ ৬৫ ও জাদেজা ৬৯ রানের ইনিংস খেলেন।
advertisement
5/5
প্রথম ইনিংসে পাওয়া ১৮০ রানের লিডের সৌজন্যে ইংল্যান্ডকে ৬০৮ রানের টার্গেট দেয় ভারত। শেষ ইনিংসে ভারত কমপক্ষে ১০৮ ওভার বোলিং পাবে। জয়ের জন্য টিম ইন্ডয়ার দরকার ১০টি ভালো ডেলিভারি।