TRENDING:

Shubman Gill: রোহিতকে সরিয়ে অধিনায়ক হয়েই 'হুঙ্কার' গিলের! বড় কথা বলে দিলেন ভারতের নতুন নেতা

Last Updated:
Shubman Gill: অস্ট্রেলিয়া সফরের আগে বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মাকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে।
advertisement
1/5
রোহিতকে সরিয়ে অধিনায়ক হয়েই 'হুঙ্কার' গিলের! বড় কথা বলে দিলেন ভারতের নতুন নেতা
অস্ট্রেলিয়া সফরের আগে বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মাকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। এই সিদ্ধান্তে যেমন বিস্মিত অনেক ক্রিকেটপ্রেমী, তেমনি গিল নিজের নতুন দায়িত্বকে দেখছেন জীবনের অন্যতম সেরা সুযোগ হিসেবে।
advertisement
2/5
টেস্টের পাশাপাশি ৫০ ওভারের ফরম্যাটের দায়িত্বও এখন তাঁর কাঁধে। অধিনায়ক হিসেবে প্রথম প্রতিক্রিয়ায় শুভমান গিল জানিয়েছেন, তার পরবর্তী বড় লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতা। তিনি বলেন, “নিজের দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব করা সবচেয়ে বড় সম্মানের বিষয়। এত ভালো একটি দলের নেতৃত্ব দেওয়া গর্বের।”
advertisement
3/5
গিল আরও জানান, বিশ্বকাপের আগে ভারতের হাতে প্রায় ২০টি ওয়ানডে ম্যাচ থাকবে এবং সেই ম্যাচগুলোই দলের প্রস্তুতির প্রধান মঞ্চ। তিনি বলেন, “আমাদের হাতে ২০টা ম্যাচ আছে, এই ম্যাচগুলো থেকেই আমরা দল হিসেবে গড়ে উঠব, পরিকল্পনা চূড়ান্ত করব।”
advertisement
4/5
তিনি মনে করেন, দক্ষিণ আফ্রিকায় ২০২৭ বিশ্বকাপের আগে দলকে পুরোপুরি প্রস্তুত রাখতে এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গিলের কথায়, “যারা এই সময় দলে থাকবে, সবাই চেষ্টা করবে দুর্দান্ত পারফরম্যান্স করতে, যেন বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের অভাব না থাকে।”
advertisement
5/5
তরুণ এই অধিনায়কের সামনে চ্যালেঞ্জ যেমন অনেক, তেমনি সুযোগও অগণিত। এখন দেখার বিষয়, তিনি রোহিতের অভিজ্ঞতার ছায়া থেকে বেরিয়ে নিজের অধিনায়কত্ব কতটা সফলভাবে প্রমাণ করতে পারেন এবং ভারতকে পরবর্তী বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে সাফল্যের পথে এগিয়ে নিতে পারেন কিনা।
বাংলা খবর/ছবি/খেলা/
Shubman Gill: রোহিতকে সরিয়ে অধিনায়ক হয়েই 'হুঙ্কার' গিলের! বড় কথা বলে দিলেন ভারতের নতুন নেতা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল