আইপিএলের পরই শুভমান শুভমান গিলের বিয়ে? ইডেনে এসে নতুন জীবন নিয়ে কী বললেন ভারতীয় তরকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shubman Gill Gives reaction on his marriage: সম্প্রতি একে অপরকে আনফলো করায় সারা-গিলের প্রেমের জল্পনায় খানিকটা ইতি পড়েছে। তাহলে কী অন্য কারও সঙ্গে প্রেম করছেন শুভমান গিল। তা নিয়েও শুরু হয়েছে চর্চা।
advertisement
1/6

সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে ভারতীয় দলের তরুণ তারকা শুভমান গিলের সম্পর্ক নিয়ে কম জল্পনা হয়নি। দুজনকে একই জায়গায় দেখাও গিয়েছে একাধিকবার।
advertisement
2/6
তবে তাদের সম্পর্ক সত্যতা নিয়ে কেউই কখনও মুখ খোলনেনি । যদিও সম্প্রতি একে অপরকে আনফলো করায় সারা-গিলের প্রেমের জল্পনায় খানিকটা ইতি পড়েছে। তাহলে কী অন্য কারও সঙ্গে প্রেম করছেন শুভমান গিল। তা নিয়েও শুরু হয়েছে চর্চা।
advertisement
3/6
আর এমন আবহে ইডেনে আইপিএলের ম্যাচ খেলতে এসে টসের সময় মোক্ষম প্রশ্নটা করে বসলেন সঞ্চালক ড্যানি মরিসন। তিনি গিলের কাছে জানতে চান, “তোমাকে দেখে বেশ হাসিখুশি মনে হচ্ছে। কী ব্যাপার? বিয়ের ফুল উঠল নাকি? সামনেই কি বিয়ে?”
advertisement
4/6
এমন প্রশ্নের জন্য তৈরি ছিলেন শুভমান গিল। প্রশ্ন শুনে কিছুটা অবাক ও লজ্জিত বোধ করেন তারকা ব্যাটার। “তোমাকে দেখে বেশ হাসিখুশি মনে হচ্ছে। কী ব্যাপার? বিয়ের ফুল উঠল নাকি? সামনেই কি বিয়ে?”
advertisement
5/6
সরাসরি উত্তর না দিলেও গিলের মুখের চওড়া হাসি অন্য ইঙ্গিত দিচ্ছে বলেই মত সকলের। তাহলে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন শুভমান গিল? যদিও সেই বিষয়ে কোনও মুখ খোলেননি গিল।
advertisement
6/6
ব্যক্তিগত জীবন না মুখ না খুললেও, মাঠে গিলের ব্যাট ভালই কথা বলছে। কেকেআরের বিরুদ্ধে ৫৫ বলে ৯০ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি। দলকে সহজ জয় এনে দেন ভারতীয় তারকা।