Shubman Gill: প্রেম ভেঙেছে শুভমান গিলের! কার সঙ্গে ছিলেন সম্পর্কে? তোলপার করা মন্তব্য তারকা ব্যাটারের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shubman Gill Gives Big Reaction On His Love Life: ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত নিয়ে ফ্যানেদের জানার কৌতুহল কম নয়। বিশেষ করে তরুণ তারকারা তাদের প্রেম-বান্ধবী নিয়ে সবসময়ই চর্চায় থাকেন। তাদের মধ্যে অন্যতম হলেন শুভমান গিল।
advertisement
1/6

ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত নিয়ে ফ্যানেদের জানার কৌতুহল কম নয়। বিশেষ করে তরুণ তারকারা তাদের প্রেম-বান্ধবী নিয়ে সবসময়ই চর্চায় থাকেন। তাদের মধ্যে অন্যতম হলেন শুভমান গিল।
advertisement
2/6
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমান গিলের সম্পর্ক নিয়ে কম জল্পনা হয়নি। যদিও এই বিষয়ে কোনও দিবনই মুখ খোলেননি সারা-শুভমান। তবে সম্প্রতি সারা শুভমানতে আনফোলো করায় সেই জল্পনা কিছুটা হলেও বন্ধ হয়েছে।
advertisement
3/6
আবার কখনও শুভমানের সঙ্গে জুড়ে যায় আরেক সারার নাম। তিনি সারা আলি খান। যদিও নিজের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি শুভমান। তবে আইপিএলের মাঝেই নিজের প্রেম জীবন নিয়ে বড় তথ্য দিলেন শুভমান গিল। যা এতদিন কারও জানা ছিল না।
advertisement
4/6
এক সাক্ষাৎকারে গিল বলেছেন,"গত তিন বছরের বেশি আমি সিঙ্গল। আমাকে নিয়ে অনেক কথা শুনেছি। অনেকের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে। সব শুনে হাসি পায় খুব। এমন লোকের সঙ্গে নাম জড়ানো হয় যার সঙ্গে আমার কোনও দিন দেখাই হয়নি।”
advertisement
5/6
শুভমানের এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। কারণ ৩ বছর ধরে সিঙ্গেল কেন গিল? তার আগে কি সম্পর্কে ছিলেন? ব্রেকআপ হয়ে গিয়েছে? কার সঙ্গে ছিল প্রেম? উঠছে একাধিক প্রশ্ন। যদিও সেই বিষয়ে মুখ খোলেননি তারকা ব্যাটার।
advertisement
6/6
এছাড়াও শুভমান গিল জানিয়েছেন, "খেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে বছরের বেশির ভাগ সময় বাড়ির বাইরের কাটে। তাই কারও সঙ্গে সম্পর্কে যাওয়া বা সময় দেওয়ার মতম সমই আমার কাছে নেই।"