Shubman Gill Beat Virat Kohli: কোহলির একাধিপত্বে থাবা বসালেন গিল! বছর শেষে বিরাট খবর পেলেন শুভমান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shubman Gill Beat Virat Kohli: বিরাট কোহলির জনপ্রিয়তায় কি থাবা বসাচ্ছেন শুভমান গিল। অবাক হলেও এটাই সত্যি। এমনটাই বলছে গুগলের একটি রিপোর্ট। যা দেখে হতবাক সকলেই।
advertisement
1/6

প্রায় দেড় দশক ধরে ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে রাজ করছেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়াতেও ভারতীয় তারকার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই।
advertisement
2/6
তবে বিরাট কোহলির জনপ্রিয়তায় কি থাবা বসাচ্ছেন শুভমান গিল। অবাক হলেও এটাই সত্যি। এমনটাই বলছে গুগলের একটি রিপোর্ট। যা দেখে হতবাক সকলেই।
advertisement
3/6
২২ গজে শুভমান গিলের ২০২৩ সাল স্বপ্নের মত কেটেছে। অনবদ্য ব্যাটিং করেছেন তিনি। বিরাট কোহলিও দুরন্ত ফর্মে ছিলেন। ওডিআই বিশ্বকাপেও সর্বোচ্চ স্কোরার হয়েছেন।
advertisement
4/6
অনেকেই ইতিমধ্যেই গিলকে দ্বিতীয় কোহলি বলতে শুরু করেছে। গুগল রিপোর্টও কি দিচ্ছে সেই ইঙ্গিত? কারণ এক ক্যালেন্ডার ইয়ারে গুগলের টপ ট্রেন্ডিং ব্যাটার এখন শুভমন গিল ও রাচিন রবীন্দ্র।
advertisement
5/6
গুগলের টপ ট্রেন্ডিং ব্যাটারে না থাকলেও ২০২৩ সালে গুগল সার্চে সবচেয়ে বেশি উঠে এসেছে বিরাট কোহলির নাম। গুগলের মতে শেষ ২৫ বছরে এত বেশি নাম সার্চ হয়নি কোনও তারকার।
advertisement
6/6
এছাড়া গুগল ২০২৩ সালে সেরা ট্রেন্ডিং প্রতিযোগিতার তালিকাও প্রকাশ করেছে। সেই তালিকায় ওডিআই বিশ্বকাপ, এশিয়া কাপ, আইপএলের পাশাপাশি জায়গা করে নিয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগও।