Shreyas Iyer Injury : মৃত্যু পর্যন্ত হতে পারত শ্রেয়স আইয়ারের, আইসিইউ-তে ভারতীয় তারকা, মারাত্মক ঘটনা ভারতীয় ক্রিকেটে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shreyas Iyer- শ্রেয়স আইয়ার প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে জানা যাচ্ছে। তবে প্রয়োজনে তাঁকে আর বেশি সময় বিশ্রামে রাখা হতে পারে। এর আগেও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় পিঠের চোটে জেরবার হন শ্রেয়স। এবারের চোট আরও গুরুতর।
advertisement
1/6

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাঁজরে চোট পান শ্রেয়াস আইয়ার। খেলার মাঠে ক্রিকেটারদের চোট পাওয়া সাধারণ ব্যাপার। তবে শ্রেয়স যেভাবে চোট পান, তাতে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঠিক কী হয়েছিল ভারতীয় তারকার!
advertisement
2/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে মারাত্মক চোট পান শ্রেয়স। অভ্যন্তরীণ রক্তক্ষরণ জেরে সিডনির একটি হাসপাতালে ভর্তি শ্রেয়াস আইয়ারকে আইসিইউতে রাখা হয়েছে। অ্যালেক্স কেরির ক্যাচ ধরতে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পিছনে ছুটে দুরন্ত ক্যাচ ধরেন শ্রেয়স। আর তখনই বাঁ-দিকের পাঁজরের খাঁচায় আঘাত পান।
advertisement
3/6
শ্রেয়স সেদিন ড্রেসিংরুমে ফেরার কিছুক্ষণ পরেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিসিসিআই এর পর জানায়, শ্রেয়াস প্লীহায় আঘাত পেয়েছিলেন। সেই আঘাত যে এতটা গুরুতর, তা শুরুতে হয়তো চিকিৎসকরাও বুঝতে পারেননি।
advertisement
4/6
স্ক্যান করার পর শ্রেয়সের প্লীহায় আঘাতের চিহ্ন স্পষ্ট। সেখান থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়। আপতত শ্রেয়াস স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এমন চোট তাঁর জন্য প্রাণঘাতী হতে পারত।
advertisement
5/6
আপাতত কমপক্ষে সাতদিন পর্যবেক্ষণে রাখা হবে শ্রেয়সকে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে চিকিৎসকরা ব্যবস্থা নিয়েছেন। জানা গিয়েছে, শ্রেয়সের শরীর সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল।
advertisement
6/6
শ্রেয়স আইয়ার প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে জানা যাচ্ছে। তবে প্রয়োজনে তাঁকে আর বেশি সময় বিশ্রামে রাখা হতে পারে। এর আগেও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় পিঠের চোটে জেরবার হন শ্রেয়স। এবারের চোট আরও গুরুতর।