Shreyas Iyer: অধিনায়ক শ্রেয়স আইয়ার করলেন এমন বিশ্বরেকর্ড, যা ধোনি-রোহিতেরও নেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shreyas Iyer: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্রেয়স আইয়ারের অধিনায়কোচিত ইনিংসের সৌজন্যে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে পৌছে গিয়েছে পঞ্জাব কিংস। সঙ্গে বড় রেকর্ড শ্রেয়সের।
advertisement
1/6

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্রেয়স আইয়ারের অধিনায়কোচিত ইনিংসের সৌজন্যে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে পৌছে গিয়েছে পঞ্জাব কিংস। ২০২৫ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তুলেই তিনি গড়লেন অনন্য কীর্তি। (Photo Courtesy- AP)
advertisement
2/6
অধিনায়ক হিসেবে যেই রেকর্ড নেই এমএস ধোনি বা রোহিত শর্মাদেরও তা করে দেখালেন শ্রেয়স আইয়ার। আইপিলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি আলাদা দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালের তোলার অনন্য নজির গড়লেন শ্রেয়স। (Photo Courtesy- AP)
advertisement
3/6
এর আগে ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস এবং ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন আইয়ার। এবার পঞ্জাব কিংসের সঙ্গে তাঁর সাফল্য এই কৃতিত্বকে আরও উচ্চতায় নিয়ে গেল। আইপিএলের ইতিহাসে আর কোনো অধিনায়ক এমন কৃতিত্ব অর্জন করতে পারেননি। (Photo Courtesy- AP)
advertisement
4/6
২০২৫ আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে আইয়ারের ব্যাট ছিল আগুনে। মাত্র ৪১ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর এই ঝড়ো ইনিংসেই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে যায় পাঞ্জাব কিংস। (Photo Courtesy- AP)
advertisement
5/6
শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, একজন প্রভাবশালী অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। তিনটি ভিন্ন দলের ক্রিকেটারদের একত্রিত করে বারবার সাফল্যের মুখে নিয়ে যাওয়া সহজ কাজ নয়। (Photo Courtesy- AP)
advertisement
6/6
আইপিএলে দল বদলের পর অনেকেই নিজের ছন্দ হারিয়ে ফেলেন। কিন্তু আইয়ার বরাবরই নিজের নেতৃত্বগুণ এবং ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন। এবার দেখার বিষয়, ইতিহাস গড়া এই অধিনায়ক তার দলকে প্রথম আইপিএল শিরোপা জিতিয়ে আরও একটি মাইলফলকে পৌঁছতে পারেন কি না। (Photo Courtesy- AP)