'বাঙালিরা বুদ্ধিমান, সাহসী...সৌরভ তো বাঙালি..', শোয়েব আখতারের বিরাট সার্টিফিকেট
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shoaib Akhtar on Sourav Ganguly- শোয়েব আখতার মাঝেমধ্যেই নিজের ইউটিউভ চ্যানেলে ভারতীয় ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে কথা বলেন। এবার যেমনব তিনি সৌরভকে নিয়ে বললেন।
advertisement
1/6

মাঠে তাঁদের দুজনের ক্রিকেটীয় লড়াই একটা সময় বহু ক্রিকেটভক্ত উপভোগ করতেন। খেলা ছাড়ার পর তাঁদের সেভাবে দেখা হয় না বললেই চলে। তবে দেখা হলে তাঁরা পরস্পরকে জড়িয়ে ধরেন, চলে সৌহার্দ্য বিনিময়। এর আগেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করেছেন শোয়েব আখতার।
advertisement
2/6
আরও একবার আখতারের মুখে সৌরভের প্রশংসা। আর এবার তিনি বাঙালিদেরও প্রশংসা করলেন। সৌরভ ও বাঙালিদের ব্যাপারে আখতারের করা সেই প্রশংসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
3/6
শোয়েব বলেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটার হিসেবে এক কথায় দুর্দান্ত। ক্যাপ্টেন হিসেবে ও অনেক বড়। সৌরভ তো বাঙালি। বাঙালিরা সাহসী হয়, স্মার্ট এবং বুদ্ধিমান হয়। সৌরভকে দেখলেই তো বোঝা যায়। দশ বছরের মধ্যে দল তৈরি করে দিয়েছিল ও।
advertisement
4/6
যুবরাজ সিং, হরভজন সিংয়ের মতো বহু ক্রিকেটার বরাবর বলে এসেছেন, তাঁদের কেরিয়ারে সৌরভের অবদান অনস্বীকার্য। আর এবার সেই দাবিতেই যেন আরও একবার সিলমোহর দিলেন শোয়েব।
advertisement
5/6
ক্রিকেটার, ক্যাপ্টেন, প্রশাসক, সঞ্চালক, যে কোনও ভূমিকাতেই দক্ষতার পরিচয় দিয়েছেন সৌরভ। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান এক কথায় স্বীকার করেন যে কোনও ক্রিকেটপ্রেমী। শোয়েব যেন আরও একবার সৌরভের অবদানের কথা মনে করিয়ে দিলেন।
advertisement
6/6
শোয়েব আখতার মাঝেমধ্যেই নিজের ইউটিউভ চ্যানেলে ভারতীয় ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে কথা বলেন। এবার যেমনব তিনি সৌরভকে নিয়ে বললেন।