TRENDING:

দুই মেয়ের মা-কে বিয়ে! বাঙালি স্ত্রী ১০ বছরের বড়! বিবাহবিচ্ছেদ মন ভেঙে দেয় গব্বরের

Last Updated:
Shikhar Dhawan-Ayesha Mukherjee- শিখর ও আয়েশার বিয়েতে রাজি ছিল না গব্বরের পরিবারের অনেকেই। তবে শিখরের মা ছিলেন ছেলের পাশে।
advertisement
1/6
দুই মেয়ের মা-কে বিয়ে! বাঙালি স্ত্রী ১০ বছরের বড়! বিবাহবিচ্ছেদ মন ভেঙে দেয় গব্বরের
তিনি বরাবর ছক ভাঙায় বিশ্বাসী। একটা সময় উইকেটকিপিং দিয়ে ক্রিকেট খেলা শুরু করেছিলেন। তার পর ওপেনার হিসেবে সারা বিশ্ব তাঁকে চিনেছে। ব্যক্তিগত জীবনেও তিনি শিখর ধাওয়ান ছক ভাঙার চেষ্টা করেছিলেন। প্রথম প্রথম সব ঠিকই ছিল। তবে শেষে বিয়ে টেকেনি। আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে ভেঙে যায় তাঁর।
advertisement
2/6
ফেসবুকে আলাপ হয়েছিল তাঁদের। ধীরে ধীরে তাঁরা কাছাকাছি আসতে শুরু করেন। অনেকেই জানেন না, আয়েশা কিক বক্সার। প্রথম থেকেই আয়েশার রূপে মুগ্ধ ছিলেন ধাওয়ান। 
advertisement
3/6
আয়েশা মুখোপাধ্যায়ের বাবা ছিলেন বাঙালি। তাঁর মা ব্রিটিশ বংশোদ্ভূত। আয়েশা খেলাপ্রেমী। অনেক ছোট বয়সেই বাবা-মায়ের সঙ্গে আয়েশা চলে যান অস্ট্রেলিয়াতে। অনেকে জানেন না, আয়েশা কিন্তু বাংলাও বলতে পারেন।
advertisement
4/6
২০০৯ সালে যখন তাঁদের এনগেজমেন্ট হয়েছিল, তখনও ভারতীয় দলের জার্সি গায়ে তোলেননি গব্বর। ২০১২ সালে তাঁদের বিয়ে হয়। সেই বিয়ে টেকেনি। শিখর ও আয়েশার বিয়েতে রাজি ছিল না গব্বরের পরিবারের অনেকেই। তবে শিখরের মা ছিলেন ছেলের পাশে।
advertisement
5/6
আয়েশার প্রথম বিয়ে হয়েছিল অস্ট্রেলিয়ার একজন ব্যবসায়ীর সঙ্গে। তাঁদের দুই মেয়ে। আয়েশা গব্বরকে শর্ত দিয়েছিলেন, দুই মেয়ের সঙ্গে যেন শিখরের সম্পর্ক ভাল থাকে! গব্বর হাসিমুখে আয়েশার প্রথম পক্ষের দুই মেয়েকে মেনে নিয়েছিলেন।
advertisement
6/6
২০১৪ সালে শিখরও আয়েশার ছেলে জোরবরের জন্ম হয়। তবে গব্বর অভিযোগ করেছিলেন, বিবাহবিচ্ছেদের পর তাঁর সঙ্গে ছেলে জোরাবরের দেখা হতে দেন না আয়েশা।
বাংলা খবর/ছবি/খেলা/
দুই মেয়ের মা-কে বিয়ে! বাঙালি স্ত্রী ১০ বছরের বড়! বিবাহবিচ্ছেদ মন ভেঙে দেয় গব্বরের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল