IND vs ENG: চতুর্থ টেস্টে ভারতের একাদশে একাধিক বদল! কে থাকল আর কে বাদ? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 4th Test: সিরিজ জেতার লড়াইতে থাকতে হলে ওল্ড ট্রাফোর্ডে ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ। ইংল্যান্ডের সামনেও এক ম্যচ বাকি থাকতেই সিরিজ জয়ের সুযোগ। তবে চতুর্থ টেস্টে নামার আগে নানা সমস্যায় জর্জরিত ভারতীয় দল।
advertisement
1/7

২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। পাঁচ ম্যাচের এই সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে আছে। প্রথম টেস্টে ইংল্যান্ড বিশাল রান তাড়া করে জয় পেলেও, দ্বিতীয় টেস্টে ভারত বড় ব্যবধানে জিতে সমতা ফেরায়। তৃতীয় টেস্টে আবারও জিতে সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড।
advertisement
2/7
সিরিজ জেতার লড়াইতে থাকতে হলে ওল্ড ট্রাফোর্ডে ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ। ইংল্যান্ডের সামনেও এক ম্যচ বাকি থাকতেই সিরিজ জয়ের সুযোগ। তবে চতুর্থ টেস্টে নামার আগে নানা সমস্যায় জর্জরিত ভারতীয় দল।
advertisement
3/7
চোট সমস্যা: ভারতীয় দলে বেশ কিছু চোট সমস্যা রয়েছে। অলরাউন্ডার নীতিশ রেড্ডি চোটের কারণে সফর থেকে ছিটকে গেছেন। পেসার আর্শদীপ সিং ডান হাতে কেটে যাওয়ায় চতুর্থ টেস্টে অনুপস্থিত থাকবেন। ডানহাতি পেসার আকাশ দীপের খেলা এখনও অনিশ্চিত, তিনিও চোটে ভুগছেন। উইকেটকিপার ঋষভ পন্থ আঙুলের চোটে ভুগছিলেন। তবে তিনি অনুশীলনে ফিরেছেন।
advertisement
4/7
বুমরাহর থাকা নিশ্চিত: ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণে তারকা পেসার জসপ্রীত বুমরাহ চতুর্থ টেস্টে খেলবেন কিনা তা নিয়ে জল্পনা ছিল। তবে মহম্মদ সিরাজ জানিয়েছেন, জসপ্রীত বুমরাহ চতুর্থ টেস্টে খেলবেন। ম্যাচের গুরুত্ব ও নয়দিনের বিরতি বিবেচনায় তাঁকে বিশ্রাম না দিয়ে একাদশে রাখা হচ্ছে।
advertisement
5/7
রেড্ডির পরিবর্তে কারা আসতে পারেন: নীতিশ রেড্ডির অনুপস্থিতিতে কুলদীপ যাদবের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপূর্ণ আবহাওয়ায় ফাস্ট বোলার-সহায়ক কন্ডিশন থাকলে শার্দুল ঠাকুরকে নেওয়ার ভাবনাও রয়েছে।
advertisement
6/7
একাদশে নতুন মুখ: আকাশ দীপ যদি ফিট না হন, তাহলে অংশুল কাম্বোজের টেস্ট অভিষেক করতে পারেন। এছাড়া বিকল্প হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণও আছেন। তবে গতির কারণে এগিয়ে অংশুল কাম্বোজ।
advertisement
7/7
চতুর্থ টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল (উইকেটকিপার), করুন নায়ার / সাই সুদর্শন, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর / কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ / অংশুল কাম্বোজ / প্রসিদ্ধ কৃষ্ণা