TRENDING:

Shane Warne Passes Away: প্রতি রাতের ভাড়া ১০০০ ডলার! ‘বন্ধুদের’ সঙ্গে এই রিসর্টে ছুটি কাটাতে গিয়েই মৃত্যু ওয়ার্নের

Last Updated:
শেন ওয়ার্ন (Shane Warne) বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডের সামুজানা ভিলায় যা কোহ সামুই দ্বীপে রয়েছে৷ এই ট্রিপের ২৪ ঘণ্টা আগে এয়ারপোর্টে ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছিলেন স্পিন উইজার্ড৷ কিন্তু স্পিন ম্যাজিশিয়ান জানতেও পারেননি কয়েক ঘণ্টার মধ্যে তাঁর জীবনে চরম যবনিকা পাত (Shane Warne Passes Away) হতে চলেছে৷
advertisement
1/9
প্রতি রাতের ভাড়া ১০০০ ডলার! ‘বন্ধুদের’ সঙ্গে এই রিসর্টে ছুটিতে গিয়েই মৃত্যু
#ব্যাঙ্কক: শেন ওয়ার্ন (Shane Warne) বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডের সামুজানা ভিলায় যা কোহ সামুই দ্বীপে রয়েছে৷ এই ট্রিপের ২৪ ঘণ্টা আগে এয়ারপোর্টে ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছিলেন স্পিন উইজার্ড৷ কিন্তু স্পিন ম্যাজিশিয়ান জানতেও পারেননি কয়েক ঘণ্টার মধ্যে তাঁর জীবনে চরম যবনিকা পাত (Shane Warne Passes Away) হতে চলেছে৷ Photo- AFP
advertisement
2/9
যে অপূর্ব লাক্সারি ভিলায় শেন ওয়ার্ন (Shane Warne) বন্ধুদের নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন সেখানে গেমস রুম , ইনফিনিটি পুল, থাইল্যান্ডের প্রকৃতির উদাত্ত সৌন্দর্য্য সবকিছুই ছিল৷ Photo Courtesy -Instagram/Collected
advertisement
3/9
প্রতি রাতের ভাড়া ১০০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রতিদিন ৭৬ হাজার টাকারও বেশি৷ কিন্তু এই বিলাসবহুল ভিলার একতলার মাটিতে পড়ে থাকা অবস্থায় অসহায় মৃত্যু শেন ওয়ার্নের (Shane Warne Passes Away)৷ Photo Courtesy -Shane Warne/ Instagram Story
advertisement
4/9
শেন ওয়ার্ন নিজের চার বন্ধুর সঙ্গে এই দ্বীপে বেড়াতে গিয়েছিলেন৷ এটা থাইল্যান্ডের তৃতীয় বৃহত্তম দ্বীপ৷ দ্বীপের উত্তর পশ্চিম দিকে নিভৃতে এই ভিলা৷ Photo Courtesy -Instagram/Collected
advertisement
5/9
চারপাশে পরিষ্কার নীল জলরাশি, বালুকা, সামুজানা একেবারে ছুটি কাটানোর পারফেক্ট লোকেশন৷ চিয়ং মন এলাকার বিমানবন্দর থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে অবস্থিত এই রিসর্ট৷ একদিকে সমুদ্র অন্যদিকে পাহাড় রয়েছে এই রিসর্টের৷ Photo Courtesy -Instagram/Collected
advertisement
6/9
এই ভিলার ভাড়ার ১০০০ ডলার প্রতি রাত থেকে ৪০০০ ডলার প্রতি রাত এর মধ্য ঘোরাফেরা করে৷ ওয়ার্ন ও তাঁর বন্ধুদের প্রাইভেট বিচ এবং সামুইয়ের অবিরাম দৃশ্য উপভোগ করার দিকটি দেওয়া হয়৷ Photo Courtesy -Instagram/Collected
advertisement
7/9
এখানে ২৩ টি ভিলা রয়েছে. যেখানে ১ টি থেকে ৮ টি অবধি বেডরুম রয়েছে৷ প্রতিটায় ইনফিনিটি পুল রয়েছে যা বিশালাকৃতি৷ Photo Courtesy -Instagram/Collected
advertisement
8/9
থাই স্থাপত্যের পাশাপাশি অপূর্ব ভিউ এবং সব আধুনিক স্বাচ্ছন্দ্য দেওয়া হয়েছে৷ ভিলায় রয়েছে একেবারে ব্যক্তিগত ম্যানেজার এবং পরিচারিকা৷ Photo Courtesy -Instagram/Collected
advertisement
9/9
এই ভিলা নিজেদের ওয়েবসাইটে নিজেদের প্রপার্টি সম্পর্কে লিখেছে “the perfect place for friends and family to gather and have a great time” and promises guests an “unparalleled luxury experience”. অর্থাৎ বন্ধু ও পরিবারের সঙ্গে কাটানোর দারুণ সময়, সমস্ত গেস্টকে আমরা অতুলনীয় লাক্সারি অনুভূতি দিতে দায়বদ্ধ৷ ১৬০০ স্কোয়ার মিটার অবধি স্পেস রয়েছে ভিলাগুলিতে,যার মধ্য প্রতি রুমে কিং বেড এবং পুলের ধারে সানি সাইড বেড রয়েছে৷ Photo Courtesy -Instagram/Collected
বাংলা খবর/ছবি/খেলা/
Shane Warne Passes Away: প্রতি রাতের ভাড়া ১০০০ ডলার! ‘বন্ধুদের’ সঙ্গে এই রিসর্টে ছুটি কাটাতে গিয়েই মৃত্যু ওয়ার্নের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল