TRENDING:

Shane Warne Passes Away: প্রতি রাতে নতুন মহিলা, ড্রাগ নেওয়া, তাঁরই হাতে বল অফ সেঞ্চুরি, রঙিন ওয়ার্ন

Last Updated:
Shane Warne Passes Away: চলে গেলেন শেন ওয়ার্ন রেখে গেলেন জীবনের অসংখ্য রঙিন ও বিতর্কিত দিন-রাত৷
advertisement
1/8
প্রতি রাতে নতুন মহিলা, ড্রাগ নেওয়া, তাঁরই হাতে বল অফ সেঞ্চুরি, রঙিন ওয়ার্ন
শেন ওয়ার্ন (Shane Warne Controversy) নামটা মানেই শিরোনাম৷ বিশ্ব কাঁপানো স্পিন জাদুর পাশাপাশি বারেবারে বিতর্কে কাঁপিয়েছেন ৷ কখনও অসংখ্য নারী সঙ্গ, কখনও অশ্লীল মেসেজ পাঠানো , কখনও ড্রাগ বিতর্ক, বিবাহ বিচ্ছেদ, নিত্য নতুন গার্লফ্রেন্ড সবকিছু নিয়েই তিনি ভীষণ রঙিন৷ চলে যাওয়াটাও হল হঠাৎ ৷ শেন ওয়ার্ন মারা গেলেন মাত্র ৫২ বছর বয়সে৷ সকালেও সুস্থ থাকলেও হঠাৎ করে হার্টঅ্যাটাক হয় তাঁর৷ শেন ওয়ার্নের মৃত্যুতে ফিরে দেখা রঙিন চরিত্রের শেন ওয়ার্নকে৷ Photo- Collected
advertisement
2/8
(Shane Warne) নিজের ১৫ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি ৭০৮ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিন স্টার৷ তিনি বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ৷ তাঁর আগে শুধু রয়েছেন মুথাইয়া মুরলীধরণ৷ তবে ১৯৯৩ সালে ৫ টেস্টে ২৯ উইকেট নিয়েছিলেন৷ ১৯৯৩ সালে অ্যাশেজ টেস্টে প্রথম ওভারে ওয়ার্ন (Shane Warne) পিচের সাহায্য নিয়ে মাইক গ্যাটিংয়ের উইকেট নেন৷ যা বল অফ দ্য সেঞ্চুরি (Ball of the century) নামে বিখ্যাত৷ Photo- Collected
advertisement
3/8
Shane Warne and woman- প্রথমবার ২০০০ সালে তাঁর বিরুদ্ধে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ ওঠে৷ তিনি ছিলেন একজন নার্স৷ এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন মহিলা শেন ওয়ার্নের বিরুদ্ধে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ করেছেন৷ Photo- Collected
advertisement
4/8
শুধু তাই নয়, একাধিক নারীসঙ্গের অভিযোগও তাঁর বিরুদ্ধে একাধিকবার উঠেছে৷ তবে ২০০৩ সালে তাঁর সমস্ত সম্মান ধুলোয় মিশে যায় যখন একসঙ্গে তিন মহিলা তাঁর সঙ্গে যৌন সংসর্গের কথা প্রকাশ্যে জানিয়ে দেন৷ Photo- Collected
advertisement
5/8
শেন ওয়ার্নের সঙ্গে তাঁর স্ত্রী সিমোনে চালান বিবাহ বিচ্ছেদ করে নেন৷ সেই সময় হলিউড স্টার এলিজাবেথ হার্লি -র সঙ্গে গোপন শারীরিক সম্পর্কের কথাও সামনে চলে আসে৷ Photo- Collected
advertisement
6/8
এরপরেও তিনি থামেননি৷ ২০০৬ সালে একসঙ্গে তিন মহিলার সঙ্গে অবাধ যৌনমিলনের ছবি প্রকাশ্যে চলে আসে৷ ব্রিটিশ ট্যাবলয়েডে সেই ছবি ছাপাও হয়৷ Photo- Collected
advertisement
7/8
এরপরেও ২০১৫ সালেও তিনি সন্তানের মা, ও এক সিঙ্গল ওমেনের সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড নেন৷ তিনি আবার সেই কথা একটি মহিলা ম্যাগাজিনে পাবলিক করে দেন৷ Photo- Collected
advertisement
8/8
Shane Warne Drug case- এছাড়াও ড্রাগ নেওয়ার জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হন৷ ড্রাগ টেস্টে শেন ওয়ার্নের মূত্রে নিষিদ্ধ ড্রাগের নমুনা পান৷ Photo- Collected
বাংলা খবর/ছবি/খেলা/
Shane Warne Passes Away: প্রতি রাতে নতুন মহিলা, ড্রাগ নেওয়া, তাঁরই হাতে বল অফ সেঞ্চুরি, রঙিন ওয়ার্ন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল