TRENDING:

Shane Warne Passes Away: পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য,মৃত্যুর ঠিক আগে ৪ মহিলা এসেছিলেন ম্যাসাজ করতে

Last Updated:
Shane Warne Passes Away: কোহ সামুইয়ের সামুজানা (shane warne villa thailand) লাক্সারি ভিলায় দেখা যায় মহিলারা আসেন৷ তাঁরা শেন ওয়ার্ন ও তাঁর বন্ধুদের ট্রিটমেন্ট দিতে এসেছিলেন৷ স্থানীয় পুলিশের মতে ক্রিকেট তারকা মৃত্যুর ঠিক আগে দুই মহিলার থেকে ম্যাসাজ (four women masseuses ) নিয়েছিলেন৷
advertisement
1/5
পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য,মৃত্যুর ঠিক আগে ৪ মহিলা এসেছিলেন ম্যাসাজ করতে
#ব্যাঙ্কক: শেন ওয়ার্নের (Shane Warne ) মৃত্যু তদন্তে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য৷ যে থাই রিসর্টে শেন ওয়ার্ন ‘বন্ধু’ দের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন, সেখানে শেন ওয়ার্নের মৃত্যুর (Shane Warne Passes Away) দু ঘণ্টা আগে চারজন মহিলা (four women masseuses ) এসেছিলেন ম্যাসাজ করতে৷ থাই রিসর্টে (Thai resort) শেন ওয়ার্ন ছুটি কাটাতে গিয়েছিলেন সেখানের সিসিটিভ (CCTV) ফুটেজে এই ছবি দেখা গেছে৷ Photo Courtesy- Collected
advertisement
2/5
কোহ সামুইয়ের সামুজানা (shane warne villa thailand) লাক্সারি ভিলায় দেখা যায় মহিলারা আসেন৷ তাঁরা শেন ওয়ার্ন ও তাঁর বন্ধুদের ট্রিটমেন্ট দিতে এসেছিলেন৷ স্থানীয় পুলিশের মতে ক্রিকেট তারকা মৃত্যুর ঠিক আগে দুই মহিলার থেকে ম্যাসাজ (four women masseuses ) নিয়েছিলেন৷ Photo Courtesy- Collected
advertisement
3/5
পুলিশ আরও জানিয়েছে এটা "boy's holiday" তে এটা তাঁদের প্রথমবার আসা নয়!তবে এবার যেটা হয় সেটা মারাত্মক গণ্ডগোল৷ শেন ওয়ার্ন এই ম্যাসাজ নেওয়ার দু ঘণ্টায় মারা যান৷ তাঁর বন্ধুরা তাঁকে মৃত দেখতে পান৷ Photo Courtesy- Collected
advertisement
4/5
রিসর্টের সিসিটিভি (CCTV) ফুটেজে প্রথমবার এই মহিলাগুলিকে দেখা যায় ১.৫৩ মিনিটে৷ আর আশা করা হয়েছে ট্রিটমেন্ট দেওয়ার পর ২.৫৮ মিনিটে শেন ওয়ার্নের ঘর থেকে বেরিয়ে যান৷ Photo Courtesy- Collected
advertisement
5/5
এরই দু ঘণ্টা ১৭ মিনিট পরে শেন ওয়ার্নের মৃত্যু (Shane Warne Passes Away) হয়৷ তারপর তাঁর বন্ধুরা তাঁর সম্ভাব্য হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ধরে নিয়েছে৷ তাই ওই মহিলা ম্যাসিওররাই শেষবার শেন ওয়ার্নকে জীবিত দেখেছিলেন ৷ Photo Courtesy- Collected
বাংলা খবর/ছবি/খেলা/
Shane Warne Passes Away: পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য,মৃত্যুর ঠিক আগে ৪ মহিলা এসেছিলেন ম্যাসাজ করতে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল